হলান্ডকে পাচ্ছে না নরওয়ে

নরওয়ে তারকা আর্লিং হলান্ডছবি: টুইটার

ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন আর্লিং হলান্ড। দারুণ ফর্মটা নিজের দেশের জার্সিতেও কাজে লাগাতে চেয়েছিলেন। কিন্তু সেটি হচ্ছে না। কুঁচকির চোটে পড়ে নরওয়ের ইউরো বাছাইপর্বের দল থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়েছে সিটি তারকাকে।

আগামী শনিবার স্পেনের বিপক্ষে ম্যাচ নরওয়ের। কুঁচকির চোটে আগেই পড়েছিলেন। ধারণা করা হচ্ছিল, এই ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু দেখা গেছে চোটটা বেশ গুরুতর। শুধু স্পেন নয়, মঙ্গলবার জর্জিয়ার বিপক্ষে ম্যাচও মিস করবেন হলান্ড।

আরও পড়ুন

নরওয়ে দলের চিকিৎসক ওলা সান্দ বলেছেন, ‘আমাদের আশা ছিল শনিবারের আগেই হলান্ডের চোট সেরে যাবে। কিন্তু দেখা গেল তাঁর পক্ষে স্পেন ও জর্জিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলা সম্ভব নয়। আপাতত ক্লাবে তাঁর চিকিৎসা করাটাই ভালো হবে।’

হলান্ডের নাম নরওয়ে দলে না থাকায় খুশি হবে তাঁর ক্লাব ম্যানচেস্টার সিটি। আগামী ১ এপ্রিল লিভারপুলের বিপক্ষে ম্যাচ সিটির। সেই ম্যাচের আগেই হলান্ড সুস্থ হয়ে উঠবেন বলে আশা সিটির।

আরও পড়ুন
আরও পড়ুন

বরুসিয়া ডর্টমুন্ড থেকে ২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন হলান্ড। এ মৌসুমে সিটির জার্সিতে ৩৭ ম্যাচ খেলে করেছেন ৪২ গোল। এর মধ্যে প্রিমিয়ার লিগে তাঁর গোল ২৮টি, চ্যাম্পিয়নস লিগে ১০টি।

এফএ কাপ ও লিগ কাপ মিলে আছে আরও ৪টি। এরই মধ্যে তিনি হ্যাটট্রিক করেছেন ৬ ম্যাচে। নরওয়ে জাতীয় দলের হয়ে ২৩ ম্যাচে করেছেন ২১ গোল।