অবসরের ঘোষণা দিলেন টনি ক্রুস

জার্মান মিডফিল্ডার টনি ক্রুসএএফপি

বয়স ৩৪ পেরিয়ে গেছে তাঁর। তবে তাঁর চেয়ে অনেক বেশি বয়সে লিওনেল মেসি–ক্রিস্টিয়ানো রোনালদো-লুকা মদরিচরা খেলা চালিয়ে যাচ্ছেন। কিন্তু মেসি–রোনালদোর পথে হেঁটে ক্যারিয়ারকে দীর্ঘায়িত না করার সিদ্ধান্ত নিয়েছেন টনি ক্রুস। এবারের ইউরোতে খেলেই সব ধরনের ফুটবলকে বিদায় জানাবেন জার্মান এই মিডফিল্ডার। তার মানে, রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালই হবে ক্লাবের জার্সিতে তাঁর শেষ ম্যাচ। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রুস নিজেই।

বর্ণাঢ্য ক্যারিয়ারে জার্মানির হয়ে ২০১৪ সালে বিশ্বকাপ জেতা ক্রুস চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ৫ বার। এ ছাড়া বায়ার্ন মিউনিখের হয়ে তিনটি বুন্দেসলিগা শিরোপা জেতার পাশাপাশি রিয়ালের হয়ে লা লিগা শিরোপা জিতেছেন চারবার। সব মিলিয়ে ক্রুস ক্যারিয়ারে শিরোপা জিতেছেন ৩২টি। তবে বিদায়ের আগে আরও দুটি বড় ট্রফি জেতার সুযোগ ক্রুসের সামনে।

আরও পড়ুন

রিয়ালের হয়ে নিজের শেষ ম্যাচটি ক্রুস খেলবেন বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। সেই ম্যাচে জিতলে নিজের ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ শিরোপাটিও জেতা হবে তাঁর। এরপর ক্রুসের আছে জার্মানির হয়ে ইউরো জেতার সুযোগও। জাতীয় দলের হয়ে এই শিরোপাটি এখনো অধরা আছে ‘স্নাইপার’ খ্যাত এ ফুটবলারের। এর আগে ২০২০ সালের ইউরো শেষে অবশ্য জাতীয় দলকে একবার বিদায় জানিয়েছিলেন ক্রুস। তবে কোচ হুলিয়ান নাগেলসমানের অনুরোধে এ বছরের ২২ ফেব্রুয়ারি অবসর ভেঙে ফিরে আসার সিদ্ধান্ত নেন এ মিডফিল্ডার।

অবসরের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে ক্রুস লিখেছেন, ‘২০১৪ সালের ১৭ জুলাই রিয়াল মাদ্রিদের হয়ে আমাকে পরিচয় করিয়ে দেওয়া দিনটিতে আমার জীবনও বদলে গিয়েছিল। এটি ফুটবলার হিসেবে আমার জীবন তো বটেই, মানুষ হিসেবেও আমাকে বদলে দিয়েছে। সেটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় ক্লাবের হয়ে আমার নতুন অধ্যায়ের শুরু। ১০ বছর পর মৌসুম শেষে অধ্যায়টা শেষ হতে যাচ্ছে। সেই সফল সময়টুকু আমি কখনোই ভুলব না!’

দুর্দান্ত এ যাত্রায় যাঁরা তাঁর ওপর বিশ্বাস ও আস্থা রেখেছেন, তাঁদের ধন্যবাদ দিয়ে ক্রুস আরও বলেছেন, ‘আমি আলাদাভাবে তাদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে আন্তরিকভাবে আমাকে স্বাগত জানিয়েছেন এবং আমার ওপর বিশ্বাস রেখেছেন। বিশেষভাবে মাদ্রিদিস্তা, তোমাদের ধন্যবাদ দিতে চাই। যারা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাকে ভালোবাসা দিয়েছ এবং আন্তরিকতা দেখিয়েছ।’

আরও পড়ুন

এরপর ইউরো শেষে নিজের বিদায়ের খবর নিশ্চিত করে ‘প্রফেসর’ খ্যাত এ ফুটবলার আরও বলেছেন, ‘এই সিদ্ধান্তের অর্থ হচ্ছে, সক্রিয় ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ার গ্রীষ্মের ইউরো চ্যাম্পিয়নশিপের পর শেষ হবে। আমি যেটা সব সময় বলেছি, রিয়াল মাদ্রিদই হবে আমার শেষ ক্লাব। আমি আনন্দিত এবং গর্বিত। মানসিকভাবে আমি এটাকেই সিদ্ধান্তের জন্য সঠিক সময় মনে করছি। সব সময় আমার আকাঙ্ক্ষা ছিল পারফরম্যান্সের চূড়ায় থেকে ক্যারিয়ারের ইতি টানা। এই মুহূর্ত থেকে আমার মনে একটাই ভাবনা থাকবে, ১৫তম চ্যাম্পিয়নস লিগ জেতা।’