‘রদ্রি এই মুহূর্তে ইউরোপের সেরা মিডফিল্ডার’

গার্দিওলা ও রদ্রিছবি: এএফপি

২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ের অন্যতম কারিগর ছিলেন রদ্রি। স্প্যানিশ এই মিডফিল্ডার গোল করেছেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও। নিজের সেই ছন্দ রদ্রি ধরে রেখেছেন এই মৌসুমেও। গত রাতে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যান সিটির ৩-১ ব্যবধানে জয়েও রদ্রি ছিলেন দুর্দান্ত। এক গোল করার পাশাপাশি সিটির মাঝমাঠ নিয়ন্ত্রণ করে একের পর এক বল সরবরাহ করেছেন।

আক্রমণে যাওয়া কিংবা রক্ষণ সামলানো দুই জায়গাতেই রদ্রি ছিলেন দুর্দান্ত। ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন এই হোল্ডিং মিডফিল্ডার। ম্যাচ শেষে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ পেপ গার্দিওলাও। বলেছেন, রদ্রি এই মুহূর্তে সেরা হোল্ডিং মিডফিল্ডার। তবে তাঁর এখনো কিছু জায়গায় উন্নতির সুযোগ দেখছেন এই স্প্যানিশ কোচ।

আরও পড়ুন

২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে সিটিতে আসেন রদ্রি। প্রায় চার বছরে প্রতিনিয়ত নিজের খেলায় উন্নতি করেছেন। গার্দিওলার বৈচিত্র্যপূর্ণ ফরমেশনের সঙ্গেও নিজেকে মানিয়ে নিয়েছেন দারুণভাবে। সর্বশেষ রেড স্টারের বিপক্ষেও রেখেছেন ধারাবাহিকতার ছাপ।

রদ্রিই এই মুহূর্তে ইউরোপের সেরা মিডফিল্ডার কি না, ম্যাচ শেষে সাংবাদিকেরা জানতে চাইলে গার্দিওলা বলেন, ‘হ্যাঁ, এই মুহূর্তে সে-ই সেরা।’ তবে রদ্রি চাইলে আরও ভালো করতে পারেন বলেও মন্তব্য করেছেন ‘সিটিজেন বস’, ‘সে চাইলে আরও ভালো করতে পারবে। মানসিকভাবে সে বেশ শক্তিশালী এবং উন্নতির জায়গাও আছে। তবে সে একজন অনন্যসাধারণ হোল্ডিং মিডফিল্ডার।’

ম্যাচ সেরার পুরস্কার হাতে রদ্রি
ছবি: টুইটার

রদ্রিগোকে পেয়ে নিজেদের ভাগ্যবানও মনে করছেন গার্দিওলা, ‘আমরা ভাগ্যবান যে এমন একজন খেলোয়াড়কে দলে আনতে পেরেছি। যখন সে এসেছিল, তখন সে এ ধরনের খেলোয়াড় ছিল না। হ্যাঁ, অবশ্যই সে অনেকগুলো ম্যাচ খেলেছে। আর এখন দলের অধিনায়কদের একজনও। সে একজন শীর্ষ সারির খেলোয়াড়। তার গোলটি দুর্দান্ত ছিল। রক্ষণ সামলানো, আক্রমণে যাওয়া, নিয়ন্ত্রণ রাখা, জায়গা বুঝতে পারা সবকিছুতেই সে দারুণ। সে ফাইনাল থার্ডে গিয়ে ড্রিবল করে এবং শটও নিতে পারে। সে খুব ভালো খেলেছে।’