কোপার আগে কোস্টারিকা থেকে অবসর কেইলর নাভাসের

কেইলর নাভাসকে কোস্টারিকার গোলপোস্টের নিচে এভাবে আর দেখা যাবে নাফাইল ছবি

আন্তর্জাতিক ফুটবল আর খেলবেন না, ঘোষণা দিয়েছেন কেইলর নাভাস। কোপা আমেরিকার আগে নাভাসের অবসরের এই ঘোষণা কোস্টারিকার জন্য বড় এক ধাক্কাই। দেশটির ইতিহাসেরই যে অন্যতম সেরা খেলোয়াড় তিনি।

রিয়াল মাদ্রিদের সাবেক গোলকিপার গতকাল অবসরের ঘোষণা দেন। ২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া নাভাস কোস্টারিকার হয়ে ১১৪টি ম্যাচ খেলেছেন। দলটির হয়ে তিনটি বিশ্বকাপ খেলা নাভাস বিদায় বেলায় ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ আর ভক্তদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নাভাস বলেছেন, ‘অম্লমধুর এক অনুভূতি। জাতীয় দলে আমার ক্যারিয়ারের সমাপ্তি এখানেই।’ এখানেই থামেননি নাভাস। পিএসজি থেকে ধারের চুক্তিতে নটিংহাম ফরেস্টে খেলা ৩৭ বছর বয়সী এই গোলকিপার বলেন, ‘আমার জীবনের এই অধ্যায়টা চ্যালেঞ্জে ঠাসা ছিল, অনেক হার আর জয়ের সমন্বয়। সবকিছুর ইতি হলো।’

আরও পড়ুন

নাভাস এরপর যোগ করেন, ‘হৃদয়ের ভেতরে অনেক কৃতজ্ঞতা আর চোখ সামনের দিকে রেখে আমি চলে যাচ্ছি। সব সময় আমার হৃদয়ে থাকবে আমাদের ভালোবাসার কোস্টারিকা, একটা ছোট দেশ কিন্তু বড় হৃদয়।’

রিয়ালের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা সময়ের অন্যতম সেরা এই গোলকিপার নিজের ক্যারিয়ার নিয়ে সন্তুষ্টই, ‘১৬ বছর আগে ঈশ্বর আমাকে কোস্টারিকার গোল সামলানোর প্রথম সুযোগ দেন। দিনটি আমি কখনো ভুলব না। সেই থেকে জাতীয় দলের হয়ে প্রতিটি দিনই ছিল স্বপ্ন সত্যি হওয়ার। নিজেকে আমি অনেক বেশি ভাগ্যবান মনে করি।’

আরও পড়ুন