নিউক্যাসলের কাছে ৪ গোল হজম চেলসির

গোলের পর জোয়েলিংটনের উচ্ছ্বাসএএফপি

এক ম্যাচ জিতলে পরের ম্যাচে ড্র বা হার—চেলসির ছন্দহীনতার ধারা চলছেই। আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করা চেলসি আজ নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে গেছে। ব্যবধানটাও বড়—চেলসি ১, নিউক্যাসল ৪।

মৌসুমে ১৩ ম্যাচের পঞ্চম হারে পয়েন্ট তালিকায় দশেই আটকে থাকল মরিসিও পচেত্তিনোর দল। বিপরীতে সপ্তম জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে উঠে গেছে নিউক্যাসল ইউনাইটেড।

সেন্ট জেমস পার্কের ম্যাচটিতে নিউক্যাসলকে ১৩তম মিনিটে প্রথম গোল এনে দেন আলেক্সান্ডার ইসাক। তবে ১০ মিনিট পরই দারুণ ফ্রি–কিকে সেটি শোধ করে দেন রাহিম স্টার্লিং। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে নিউক্যাসল আবার এগিয়ে যায় অধিনায়ক জামাল লাসেয়েসের হেডের গোলে। ব্যবধানটা ৩-১ হয়ে যায় পরের মিনিটেই। ব্রাজিল সতীর্থ থিয়াগো সিলভার কাছ থেকে বল কেড়ে নিয়ে নিউক্যাসলকে তৃতীয় গোল এনে দেন জোয়েলিংটন।

ম্যাচশেষে কোচের ভালোবাসায় সিক্ত জোয়েলিংটন
এএফপি

এই ম্যাচেই ৩৯ বছর ৬৪ দিন বয়সে খেলতে নেমে চেলসির সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন সিলভা।

আরও পড়ুন

৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা চেলসি ম্যাচে ঘুরে দাঁড়ানোর যেটুকু সম্ভাবনা ছিল, সেটিও শেষ হয়ে যায় ৭৩ মিনিটে রিস জেমস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। দশজনের চেলসির বিরুদ্ধে ৮৩ মিনিটে নিউক্যাসলের চতুর্থ গোলটি এনে দেন অ্যান্থনি গর্ডন। ১৯৯৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগে চেলসির জালে ৪ গোল দিয়েছে নিউক্যাসল।

আরও পড়ুন