স্প্যানিশ ফুটবলে বর্ণবাদকে ‘বিশাল সমস্যা’ বললেন বেলিংহাম

সংবাদ সম্মেলনে জুড বেলিংহাম। গতকাল ইতিহাদ স্টেডিয়ামেএএফপি

স্প্যানিশ ফুটবলে বর্ণবাদের মতো ‘বিশাল সমস্যা’র মোকাবিলায় ভিনিসিয়ুস জুনিয়রের মতো কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের আরও সমর্থন প্রয়োজন বলেই মনে করেন জুড বেলিংহাম। কিছু খেলোয়াড় ‘জঘন্য’ বর্ণবাদের শিকার হন বলেও জানিয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা মিডফিল্ডার।

চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে আজ রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল। প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়। ফিরতি লেগ সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে বর্ণবাদ নিয়ে কথা বলেন বেলিংহাম।

আরও পড়ুন

ইংল্যান্ডের এই তারকা জানিয়েছেন, স্পেনে প্রতিপক্ষের মাঠে বর্ণবাদী আচরণের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছেন তিনি এবং তাঁর রিয়াল সতীর্থরা। কর্তৃপক্ষ এই সমস্যা নিরসনে যথেষ্ট ভূমিকা রাখছে না বলেও মনে করেন বেলিংহাম।

লা লিগায় গত শনিবার রিয়াল মায়োর্কার মাঠে রিয়ালের ১-০ গোলে জয়ের ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হন রিয়ালের ডিফেন্সিভ মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনি। টিভি ফুটেজে দেখা গেছে, এক দর্শক ফরাসি তারকার প্রতি বর্ণবাদী ইঙ্গিত করছেন। মায়োর্কা জানিয়েছে, পুলিশের সহায়তায় সেই দর্শককে খুঁজে বের করার চেষ্টা চলছে। আর বেলিংহামের রিয়াল সতীর্থ ভিনিসিয়ুস তো গত কয়েক মৌসুম ধরেই স্প্যানিশ ফুটবলে বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন। এ নিয়ে তোলপাড়ও কম হয়নি। কিন্তু স্প্যানিশ ফুটবলে বর্ণবাদী আচরণ শিগগির থামার কোনো ইঙ্গিত নেই।

রিয়ালের অনুশীলনে হাস্যোজ্জ্বল ভিনিসিয়ুস
রয়টার্স

সংবাদ সম্মেলনে বেলিংহাম বলেছেন, ‘লা লিগায় বিশেষ করে প্রতিপক্ষের মাঠে এটার (বর্ণবাদী আচরণ) সঙ্গে আমরা প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছি। এটা একজন খেলোয়াড়ের জন্য ভয়ংকর অভিজ্ঞতা যে বর্ণবাদী আচরণের শিকার হতে হবে—এটা মাথায় রেখে প্রস্তুতি নিতে হয়। এই জঘন্য ব্যাপারটা ঘটনা অনুচিত। কর্তৃপক্ষকে আরও ভূমিকা রাখতে হবে।’

আরও পড়ুন

বেলিংহাম জানিয়েছেন, স্প্যানিশ ফুটবলে বর্ণবাদের ঘটনা এত বেশি হয় যে চুয়ামেনির এমন আচরণের শিকার হওয়াও তিনি খেয়াল করেননি। বর্ণবাদী আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে রিয়াল তারকা বলেছেন, ‘নিয়ন্ত্রণ যাদের হাতে, সিদ্ধান্তটা অবশ্যই তাদের। কিন্তু আমার মনে হয় না এমন কোনো কিছু ঘটবে। মাঠে নেমে আমাদের এসবের মুখোমুখিই হতে হবে।’

ভিনিসিয়ুসের বারবার বর্ণবাদী আচরণের শিকার হওয়া প্রসঙ্গে বেলিংহাম বলেছেন, ‘ক্ষমতায় থাকা লোকজনকে আরও বেশি কিছু করতে হবে, বিশেষ করে ভিনির জন্য। সে যেভাবে খেলে এবং নিজেকে যেভাবে প্রকাশ করে, দোষটা ধীরে ধীরে তার দিকেই বেশি চাপছে, যেটা আমার মতে অন্যায্য। এমন কোনো কিছুর জন্য ভিনি যদি খেলা থেকে বিরতি নেয়, তাহলে খেলাটাই তাকে মিস করবে। এমন খেলোয়াড়দের সমর্থনে আরও বেশি কাজ করতে হবে।’

ইতিহাদে ফিরতি লেগে বেলিংহামে তাকিয়ে রিয়াল সমর্থকেরা। গতকাল অনুশীলনে
রয়টার্স

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল ফিরতি লেগে ১৪ মাস আগে ইতিহাদে সর্বশেষ মুখোমুখিতে রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল সিটি। সেবার চ্যাম্পিয়নস লিগ জয়সহ ‘ট্রেবল’ও জিতেছে পেপ গার্দিওলার দল। এবারের মুখোমুখিতে রিয়াল ‘আন্ডারডগ’ কি না—সেই প্রশ্নের উত্তরে বেলিংহাম বলেছেন, ‘সবাই এটা নিয়ে কথা বলছে। তারা যোগ্যতাবলেই ট্রেবল জিতেছে। অসাধারণ একটি দল। আমরাও রিয়াল মাদ্রিদ। আমাদের দলটাও ভালো। অসাধারণ কিছু খেলোয়াড় আছে। নিজেদের ওপর বিশ্বাসটা আছে আমাদের।’

আরও পড়ুন