আর্জেন্টিনার ক্লাবে খেলতে শেখ রাসেল থেকে ছাড়পত্র চান জামাল, কালই চিঠি দেবেন

বাংলাদেশের মিডফিল্ডার জামাল ভূঁইয়াফাইল ছবি: প্রথম আলো

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োতে খেলার প্রস্তাব পেয়ে লুফে নিয়েছেন জামাল ভূঁইয়া। আজ গোপালগঞ্জে ফেডারেশন কাপে আবাহনীর বিপক্ষে ম্যাচ শেষে টেলিফোনে শেখ রাসেলের এই ফুটবলার প্রথম আলোকে বলেন, ‘শেখ রাসেল থেকে আমাকে আগে ছাড়পত্র নিতে হবে। সেই ছাড়পত্র পেতে আমি আগামীকাল ক্লাব কর্তৃপক্ষকে চিঠি দেব।’

আরও পড়ুন

যদি যান, কবে নাগাদ যাবেন আর্জেন্টিনা? প্রশ্ন করলে জামাল বলেন, ‘দেখি, আগে ক্লাবের সঙ্গে কথা বলে ছাড়পত্র নিই। সেটা পাওয়ার ওপরই নির্ভর করছে যাওয়া।’
শেখ রাসেলের সঙ্গে তাঁর চুক্তি এ বছর জুলাই পর্যন্ত। আর্জেন্টিনায় খেলা মার্চ থেকে নভেম্বর পর্যন্ত। এই তথ্য জানিয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘আর্জেন্টিনায় খেলার সুযোগ পাওয়া আমার জন্য বড় ব্যাপার। আমি চাই এই সুযোগটা নিতে। এ কারণেই বিষয়টা নিয়ে ক্লাবের সঙ্গে কথা বলব।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি, ক্লাবটির সঙ্গে চুক্তিও নাকি সেরে ফেলেছেন জামাল। ওই ক্লাবের কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, শিগগিরই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন জামাল। শেখ রাসেল থেকে এখন প্রায় যে পারিশ্রমিক পান জামাল, আর্জেন্টিনার ক্লাবে নাকি পাবেন এর প্রায় দ্বিগুণ।

ছাড়পত্র পাবেন তো জামাল ভূঁইয়া
ছবি: প্রথম আলো

তবে শেখ রাসেল ক্লাবের অন্যতম পরিচালক সালেহ জামান সেলিম প্রথম আলোকে বলেন, ‘জামাল ভূঁইয়া এমন কোনো প্রস্তাব পেলে সেই খবর সবার আগে আমার জানার কথা। এ ব্যাপারে এখনো আমি কোনো খবর পাইনি।’ দলটির অভিজ্ঞ গোলকিপার আশরাফুল ইসলামের কথা, ‘জামালের এ বিষয়টি নিয়ে আমরা এখনো কিছু জানি না।’

বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন পেয়ে আর্জেন্টাইনরা আপ্লুত। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও গভীর করতে ১৯৭৮ সালে বন্ধ হয়ে যাওয়া আর্জেন্টিনা দূতাবাস কাল থেকে ঢাকায় কার্যক্রম আবার শুরু করেছে। দূতাবাস চালুর অনুষ্ঠানে জামাল ভূঁইয়ার উপস্থিতির একটা ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও পড়ুন
আরও পড়ুন

জামাল ভূঁইয়ার আর্জেন্টিনার ক্লাবে যাওয়ার ব্যাপারটা প্রচারে আসতেই অনেকের মনেই কৌতূহল, শেখ রাসেলের জার্সিতে তবে কি আজই শেষ ম্যাচটি খেলে ফেললেন জামাল? কারণ, আগামীকাল থেকে ঘরোয়া ফুটবলে বিরতি। এপ্রিলে আবার শুরু। আজ ম্যাচের পর জামালের কথায় মনে হলো, ছাড়পত্র পেলে চলতি মৌসুমে আর তাঁকে দেখা যাবে না শেখ রাসেলের জার্সিতে।

রাসেলের জার্সিতে জামালের সম্ভাব্য শেষ ম্যাচটি আজ ৩-৩ গোলের ড্রয়ের পর আবাহনী টাইব্রেকারে জিতেছে ৫-৪ গোলে। আকাশি-নীলরা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর রাসেল ৩ গোল করে ম্যাচে নাটকীয়ভাবে এগিয়ে যায়। শেষ বাঁশির ঠিক আগে ৩-৩ করে আবাহনী। টাইব্রেকারে দুই দলই একটি করে শট নষ্ট করেছে। এরপর সাডেনডেথে আবাহনী জেতে।

তিন দলের গ্রুপে আবাহনী ও শেখ রাসেল তাদের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারায়। আজ নিজেরা ৩-৩ গোলে ড্রয়ের পর দুই দলের গোল পার্থক্য ও গোলসংখ্যা সমান হয়ে যাওয়ায় গ্রুপসেরা নির্ধারণ করা হয়েছে টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে আবাহনী হয়েছে গ্রুপসেরা, শেখ রাসেল গ্রুপ রানার্সআপ।