সৌদি লিগে ম্যাচ মানেই ১০৬ মিনিট

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক শ মিনিটের ম্যাচ কম হয় ফ্রান্সে। সেখান থেকে সবচেয়ে বেশি মিনিট খেলা হওয়া সৌদি প্রো লিগে গেছেন নেইমারছবি: এএফপি

ধরুন, ফুটবল না–বোঝা একজনকে খেলাটা সম্পর্কে ধারণা দিচ্ছেন। একটি ম্যাচ কত মিনিটের হয় জানাতে গিয়ে বললেন, প্রতিটি ম্যাচের দৈর্ঘ্য ৯০ মিনিট। কিন্তু সৌদি প্রো লিগে খেলা হয় গড়ে ১০৬ মিনিট আর ফিনল্যান্ডের লিগে ৯৬ মিনিট।

ফুটবল বুঝতে শুরু মানুষটি নিশ্চিতভাবেই জিজ্ঞাসা করবেন, খেলা ৯০ মিনিটের হলে কোথাও ৯৬ মিনিট আবার কোথাও ১০৬ মিনিট কেন?

এই ‘কেন’র উত্তরে লুকিয়ে আছে ম্যাচের ভেতরে সময় নষ্টের অঙ্ক। গোল উদ্‌যাপন, চোট কিংবা ইচ্ছাকৃতভাবে শট নিতে বিলম্বসহ নানা কারণে ম্যাচের ভেতরে সময় নষ্ট হয়, যা পুষিয়ে নিতে ৯০ মিনিটের পর কয়েক মিনিট বাড়তি দেওয়া হয়। যে কারণে ৯০ মিনিটের ম্যাচ শেষ হতে লেগে যায় গড়ে ১০০ মিনিট।

সাম্প্রতিক এক বিশ্লেষণ বলছে, ফুটবল–বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে ম্যাচ চলে সৌদি আরবের লিগে। দেশটির প্রথম বিভাগ লিগে প্রতিটি ম্যাচের দৈর্ঘ্য গড়ে ১০৬ মিনিট ৫২ সেকেন্ড। দ্বিতীয় স্থানে আছে ক্রিস্টিয়ানো রোনালদো–নেইমারদের সৌদি প্রো লিগ। এখানে প্রতিটি ম্যাচ হতে লাগে গড়ে ১০৬.০২ মিনিট।

নব্বই মিনিট শেষে যোগ করা সময় এখন পাঁচ মিনিট ছাড়িয়ে যাচ্ছে প্রায় প্রতি ম্যাচেই
ছবি: টুইটার থেকে

বিশ্বের ৭০টি লিগের চলতি বা সর্বশেষ মৌসুমের তথ্য বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস) ফুটবল অবজারভেটরি। সুইজারল্যান্ডভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠানটির ৪৩১তম সংখ্যায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লিগগুলোতে ম্যাচপ্রতি গড়ে ১০০ মিনিট ১৫ সেকেন্ড খেলা হয়ে থাকে। সবচেয়ে বেশি সময় ধরে খেলা হয় সৌদি আরবের দুই লিগে। এর মধ্যে প্রথম বিভাগের ৩৫টি ম্যাচ বিশ্লেষণ করে দেখা গেছে, শতভাগ ম্যাচই ১০০ মিনিটের বেশি খেলা হয়েছে। আর প্রো লিগে ১০০ মিনিটের বেশি খেলা হয়েছে ৪৫ ম্যাচের ৯৫.৬ শতাংশে।

আরও পড়ুন

তালিকার তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ সময় খেলা হওয়া দুটি লিগও মধ্যপ্রাচ্যের। কাতার স্টার্স লিগে ১০৫.৪০ মিনিট আর আরব আমিরাতে ১০৫ মিনিট খেলা হয়। সাধারণত এসব দেশের লিগে গরমের কারণে ম্যাচের ভেতরে একাধিক ছোট ছোট বিরতি দেওয়া হয়। খুব সম্ভবত এ কারণেই সৌদি, কাতার ও আমিরাতের ম্যাচের দৈর্ঘ্য গড়ে ১০০ মিনিটের বেশি।

ইউরোপের শীর্ষস্থানীয় লিগগুলোর মধ্যে স্পেনের লা লিগায় গড়ে ১৩ মিনিট ৩ সেকেন্ড করে বাড়তি যোগ করা হয়, যা ইংলিশ প্রিমিয়ার লিগ (১১.৪৬ মিনিট) ও ইতালিয়ান সিরি আ (১১.৪) থেকে বেশি।

আরও পড়ুন

সবচেয়ে কম সময় যোগ হয় ফিনল্যান্ডের লিগে—মাত্র ৬ মিনিট ৭ সেকেন্ড। ভেউকাউসলিগা নামের এই প্রতিযোগিতায় ১৩২ ম্যাচের ১০ শতাংশেরও কম (৯.৮) ১০০ মিনিট পর্যন্ত গড়িয়েছে।

মোটের ওপর ৭০টি লিগের ৫২.৪ শতাংশ ম্যাচ ১০০ মিনিট ছাড়িয়েছে। এর মধ্যে আরব আমিরাতের শতভাগ ম্যাচই ১০০ মিনিট ছাড়িয়েছে আর সর্বনিম্ন ৬.৭ শতাংশ ম্যাচ ১০০ মিনিটে গড়িয়েছে সুইজারল্যান্ডের দ্বিতীয় বিভাগে।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে লা লিগার ৮৪.৬ শতাংশ ম্যাচই ১০০ মিনিটে গড়ায়, ফ্রান্সের লিগ আঁ–তে যা ৬১.১ শতাংশ।

আরও পড়ুন