সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাতে আরেকবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চান লিভারপুল কোচ। স্পেনের রাজধানীতে নেমে তিনি বলেছেন, ‘আমরা শক্তিশালী এক দলের বিপক্ষে খেলার জন্য এসেছি। চেষ্টা করব ম্যাচটা জিততে। কাজটা এতটাই কঠিন যে মনে হবে ‘‘সম্ভব নয়’’। কিন্তু এটা সম্ভব। সে জন্য আমরা এখানে এসেছি। দেখি কত দূর যাওয়া যায়।’
প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে গিয়েও বড় হার দেখেছিল লিভারপুল। তবে গল্পটা বদলানোর সুযোগটা এবার নিতে চান লিভারপুল বস। ক্লপ বলেছেন, ‘আমরা যদি নেতিবাচকভাবে নিজেদের বিস্ময় উপহার দিতে পারি, তবে আমাদের ইতিবাচকভাবেও বিস্ময় উপহার দেওয়া উচিত।’
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া লিভারপুল যে কী করতে পারে, সে কথা রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির চেয়ে আর কে ভালো জানেন। ইস্তাম্বুলে লিভারপুল ইতিহাস গড়ার সেই রাতে মিলানের ডাগআউটে যে তিনিই ছিলেন। আজ রাতে মাঠে নামার আগে সে দিনের কথা নিশ্চয় মনে পড়বে আনচেলত্তির। ম্যাচ নিয়ে সতর্ক থাকার কথাও বলেছেন এই ইতালিয়ান কোচ, ‘আমার মনে হয় ম্যাচটা উন্মুক্ত। লিভারপুল এখানে আসবে পরিস্থিতি বদলে দিতে।’