চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে জয় শাহ কেন উয়েফায়

উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহজয় শাহর এক্স হ্যান্ডল

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ রাতে। এই ম্যাচটি দেখতে ইউরোপিয়ান ফুটবলের প্রধান নিমন্ত্রণ করেছিলেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কর্ণধারকে। দুই ভুবনের দুই প্রধানের এই লাভটা নাকি ক্রিকেটের।

আরও পড়ুন

লাভ হবে কি না, তা ভবিষ্যতের হাতে তোলা রইল। আপাতত যেটা ঘটেছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সামনে রেখে গতকাল দেখা করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের সঙ্গে। ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, স্বয়ং উয়েফা সভাপতি ম্যাচটি দেখতে নিমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআইয়ের সাবেক সচিব ও বর্তমান আইসিসি সভাপতিকে। সেফেরিনের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে করা পোস্টে জয় শাহও বলেছেন, মিউনিখে ক্রিকেটের প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত লাগছে।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিশ্বমঞ্চে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে ইউরোপিয়ান ফুটবলের কর্ণধারের সঙ্গে দেখা করেছেন জয় শাহ। তাঁর পোস্টেও এই ব্যাপারটি তুলে ধরা হয়েছে, ‘চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে মিউনিখে ক্রিকেটের প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত লাগছে এবং উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের সঙ্গে আলোচনাও হয়েছে। অন্য খেলার নেতাদের সঙ্গে সময় কাটানো সব সময়ই মূল্যবান। আইসিসি আমাদের খেলাটিকে বিশ্বমঞ্চে পৌঁছে দিচ্ছে।’

আরও পড়ুন

‘ওয়ার্ল্ড অ্যাটলাস’ ও ‘টপেনড স্পোর্টস’ এর জরিপে ফুটবলের পরই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। এ দুটি ওয়েবসাইটের হিসেবে পৃথিবীব্যাপী ফুটবলের ভক্তসংখ্যা সাড়ে তিন শ কোটি। প্রায় সব জায়গাতেই ফুটবলের বিস্তার ঘটেছে অনেক বেশি। ক্রিকেটের ভক্তসংখ্যা আড়াই শ কোটি। এশিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে এই খেলাটির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। টি–টোয়েন্টির আর্বিভাবের পর ইউরোপের বেশ কিছু ফুটবল পরাশক্তি দেশ ক্রিকেটে নামলেও এই মহাদেশে খেলাটির শেকড় অতটা গভীরে পৌঁছায়নি। ইংল্যান্ডের বাইরে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস ক্রিকেটে মোটামুটি পরিচিত দল। এই চার দলের বাইরে ইউরোপ থেকে আইসিসি ছেলেদের টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দলটি স্পেন—৩০তম।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এ শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে পিএসজি ও ইন্টার মিলান
উয়েফা এক্স হ্যান্ডল

আইসিসি সভাপতি জয় শাহ এ বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক অলিম্পক কমিটির (আইওসি) তৎকালীন সভাপতি টমাস বাখের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ২০২৮ অলিম্পিক সামনে রেখে সুইজারল্যান্ডের লুইজিয়ানায় আন্তর্জাতিক ফেডারেশনগুলোর সেমিনারে গিয়েছিলেন জয় শাহ। লস অ্যাঞ্জেলসে ২০২৮ আসর দিয়ে অলিম্পিকে ফিরবে ক্রিকেট।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এবার পিএসজির মুখোমুখি হবে ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই ম্যাচ। প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই হবে দুই দলের প্রথম সাক্ষাৎ।

আরও পড়ুন