জাভির অপছন্দ হয়ে বার্সায় থাকতে চান না ফাতি

বার্সেলোনার ফরোয়ার্ড আনসু ফাতিছবি: এএফপি

‘এটা বার্সেলোনা, এনজিও নয়।’

জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত এক সাক্ষাৎকারে আনসু ফাতি প্রসঙ্গে এমনই মন্তব্য করেছিলেন জাভি হার্নান্দেজ। একসময় যাঁর খেলার ধরনকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করা হতো, সেই ফাতির ওপর আস্থা যে নামতে নামতে তলানিতে, সেটি বোঝা গিয়েছিল বার্সেলোনা কোচের ওই কথায়।

এবার জানা গেল, কোচের অনাস্থার মধ্যে বার্সেলোনায় থাকতে চান না ফাতি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড তাঁর এজেন্টকে সম্ভাব্য ক্লাব খুঁজতে বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম অবশ্য আরও এক ধাপ এগিয়ে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল আর টটেনহাম নাকি ফাতিকে দলে ভেড়ানোর আগ্রহ দেখাতে পারে।

বার্সেলোনার একাডেমি লা মেসিয়ায় বেড়ে ওঠা ফাতি মূল দলে খেলা শুরু করেন মাত্র ১৬ বছর বয়সে, ২০১৯ সালে। ওসাসুনার বিপক্ষে লিগ অভিষেকের দিনে তিনি ছিলেন বার্সেলোনার ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড়। পরের সপ্তাহে ক্লাবের সর্বকনিষ্ঠ হিসেবে রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগায় গোলের রেকর্ডও গড়েন। ২০২১ সালে মেসি চলে যাওয়ার পর আইকনিক ১০ নম্বর জার্সিও দেওয়া হয় তাঁকে।

মেসি চলে যাওয়ার পর বার্সেলোনার দশ নম্বর জার্সি পান আনসু ফাতি
ছবি: টুইটার

তবে দারুণ শুরুটা পরের দিকে আর ধরে রাখতে পারেননি ফাতি। চোটে পড়েছেন বারবার। আর ফিরে এসে প্রত্যাশিত মাত্রায় ছন্দ ধরে রাখতে পারেননি। জাভি কোচ হয়ে আসার পর ফাতির ম্যাচ–টাইমও কমে আসতে শুরু করে। ২০২২–২৩ মৌসুমের লা লিগায় শুরুর একাদশে জায়গা পান মাত্র ১২ ম্যাচে, বাকি ২৪ ম্যাচে সুযোগ হয় বদলি হিসেবে। পুরো মৌসুমে লিগে ৯০ মিনিট মাঠে ছিলেন মাত্র এক ম্যাচে।

পরের মৌসুমেও যে ফাতির ম্যাচ–টাইম পাওয়া কঠিন হবে, সেই ইঙ্গিত জুনে মুন্দো দেপোর্তিবোকে দেওয়া সাক্ষাৎকারেই দেন জাভি। বার্সেলোনা কোচ তরুণ ফরোয়ার্ডের ভবিষ্যৎ সম্পর্কে দেপোর্তিবোকে বলেন, ‘কী ঘটে দেখা যাক। আমি যে ধরনের ফুটবলার পছন্দ করি, সে তেমনই। এটাও ঠিক যে কয়েকটি চোটের কারণে খুব কঠিন পরিস্থিতি কাটিয়ে এসেছে সে। তবে ওর নিয়মিত সুযোগ পাওয়ার নিশ্চয়তা আমি দিতে পারছি না। এটা বার্সেলোনা, এনজিও নয়।’

আরও পড়ুন

স্পেনের সংবাদমাধ্যম এএস জানিয়েছে, কোচের প্রকাশ্য ‘অনাস্থা’র পরও বার্সেলোনায় থেকে যেতে চেয়েছিলেন ফাতি। তাঁর লক্ষ্য ছিল নিজেকে প্রমাণ করে আস্থা ফিরিয়ে আনা। তবে প্রাক্‌–মৌসুম এবং নতুন মৌসুমে লিগের প্রথম ম্যাচে যথেষ্ট ম্যাচ–টাইম না পাওয়ার পর ফাতির মনোভাবে পরিবর্তন এসেছে। গত সপ্তাহে হেতাফের বিপক্ষে জাভি তাঁকে মাঠে নামান ৭৯ মিনিটে গিয়ে। পাশাপাশি বার্সেলোনার আক্রমণভাগে নতুন খেলোয়াড় আনার চেষ্টাও চোখে পড়েছে ফাতির।

আরও পড়ুন

যে কারণে বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ টেকসই মনে করছেন না তিনি। এএসের সূত্র বলছে, এরই মধ্যে এজেন্টকে দল দেখার জন্য বলেছেন ফাতি। সম্ভাব্য গন্তব্য হিসেবে আতলেতিকো মাদ্রিদের নাম শোনা গেলেও লা লিগার ক্লাবটি এ নিয়ে আগ্রহী নয় বলে জেনেছে এএস।

বেশ কয়েকবার চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে ফাতিকে
ছবি: এএফপি

অন্যদিকে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বার্সেলোনার হয়ে ১১০ ম্যাচে ২৯ গোল করা ফাতির দিকে নজর রাখছে কয়েকটি ইংলিশ ক্লাব। এর মধ্যে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও টটেনহাম। তবে কোন ক্লাবের তৎপরতা কোন পর্যায়ে এ বিষয়ে মেইল কিছু জানায়নি।

সর্বশেষ চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত ফাতির বার্সেলোনায় থাকার কথা।

আরও পড়ুন