বাবার হুমকিতে হতাশ ফাতি

বার্সেলোনার ফরোয়ার্ড আনসু ফাতিছবি: এএফপি

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে আনসু ফাতি খুব বেশি খেলার সুযোগ পাননি। এ কারণে ফাতির বাবা বেশ ক্ষুব্ধই। স্প্যানিশ রেডিও ‘কোপ’–এর সঙ্গে আলাপে নিজের ক্ষোভই উগড়ে দিয়েছেন তিনি। হুমকি দিয়েছেন ফাতিকে ন্যু ক্যাম্প ছেড়ে অন্য ক্লাবে নিয়ে যাওয়ার। বাবার এমন হুমকিতে হতাশ ফাতি নিজেই।

জাভি হার্নান্দেজের অধীন দুর্দান্ত ছন্দে আছে বার্সা। আছে লা লিগার শীর্ষে। তবে বার্সার এ দলের হয়ে ফাতির নিয়মিত মাঠে নামা হচ্ছে না। জাভির অধীন ফাতি এখন পর্যন্ত খেলেছেন ৩৮ ম্যাচ। এর মধ্যে ২৭টিতেই বদলি হিসেবে নামানো হয়েছে ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

আরও পড়ুন

সর্বশেষ ৬ ম্যাচের মধ্যে একবারই প্রথম একাদশে ছিলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। এ কারণেই মূলত ক্ষুব্ধ ফাতির বাবা, ‘বাবা হিসেবে আমি ক্ষুব্ধ। এমন কম সময় খেলা ফাতির প্রাপ্য নয়। ও আর আগের মতো ছোট কোনো ছেলে নয়, যে আমরা স্পেন ও বার্সেলোনার আনসু ফাতির কথা বলছি, যে লা মাসিয়া থেকে এসেছে... যদি তাকে (সুযোগ) না দেন, তাহলে কাকে দেবেন? ফাতি অন্য ক্লাবে যেতে চায় না, তবে বাবা হিসেবে আমি ওর এ সিদ্ধান্তের সঙ্গে একমত নই। আমি সেভিয়ায় ফেরার কথাও ভেবেছি।’

হোয়ান লাপোর্তার সঙ্গে ফাতি ও তাঁর বাবা
ছবি: টুইটার

ফাতি বেড়ে উঠেছেন বার্সার যুব একাডেমি লা মাসিয়ায়। লা লিগায় বার্সেলোনার সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডের মালিক তিনি।

আরও পড়ুন

চোটপ্রবণ এই ফুটবলার যে বার্সার হয়েই আরও রেকর্ড গড়তে চান, তা স্পষ্ট তাঁর বাবার কথাতেই। এ কারণেই হয়তো ক্লাব ছাড়ার মতো কথায় হতাশ হয়েছেন ফাতি। স্প্যানিশ সংবাদমাধ্যম রেলোভো জানিয়েছে, ‘বাবার এমন ক্ষোভের বিষয়ে কিছুই জানতেন না ফাতি। পুরো বিষয়টি নিয়েই হতাশ এই স্প্যানিশ ফুটবলার। ফাতি তাঁর বাবার এমন মন্তব্যের সঙ্গে যে তাঁর কোনো সম্পর্ক নেই, তা পরিষ্কার করতে একটি বিবৃতি দেওয়ার কথাও ভাবছেন।’