আবারও সেমিফাইনালে এআইইউবি, বিজিসি ট্রাস্টের বিদায়

টানা দ্বিতীয় আসরে সেমিফাইনালে উঠেছে এআইইউবিতানভীর আহাম্মেদ

পারল না বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। চট্টগ্রামের দলটি হেরে গেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) কাছে। ইস্পাহানি-প্রথম আলো দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে এআইইউবি। টুর্নামেন্টে এটি তাদের দ্বিতীয় সেমিফাইনাল। এবার প্রথমবারের মতো সেমিতে উঠেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হয়েছে আজ। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে সেমির লড়াইয়ে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে শক্তিতে এগিয়ে থাকা এআইইউবি হেরে গেলে সেটি হতো অঘটনই। শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি।

ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে অধিনায়ক ফয়েজ আহমেদের ফ্রি–কিক গোলে ২-১ করে এআইইউবি। দ্বিতীয়বার পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি চট্টগ্রামের দলটি। স্কোরলাইন ২-১ রেখেই কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়েছে এআইইউবি।

একবার সমতা আনলেও শেষ পর্যন্ত পারেনি বিজিসি ট্রাস্ট
প্রথম আলো

এআইইউবির জার্সিতে আগের দুটি ম্যাচে খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকজন ফুটবলার। কিন্তু আজ তারা প্রিমিয়ার লিগের খেলোয়াড় পেয়েছে মাত্র দুজন—ব্রাদার্সের রাইটব্যাক নাবিল খন্দকার ও ফকিরেরপুল ইয়ংমেনসের মিডফিল্ডার আরিফুল হক।

নাবিলের আরেকটি পরিচয়ও আছে। দেশের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার খন্দকার ওয়াসিম ইকবালের ছেলে তিনি। রক্ষণে তাঁর উপস্থিতি ভরসা দিয়েছে এআইইউবিকে। তবে সেরা দল নিয়ে নামতে না পারায় এআইইউবি কিছুটা আত্মবিশ্বাসের অভাবে ভুগছিল। সেই সুযোগে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে বিজিসি ট্রাস্ট।

আরও পড়ুন

১২ মিনিটে তাজওয়ার বিন কাশেম এগিয়ে নেন এআইইউবিকে। পরের মিনিটেই বিজিসি ট্রাস্টের মোহাম্মদ আরমান ১-১ করে লড়াইয়ের বার্তা দেন। তাতেই উজ্জীবিত হয়ে কি না, এআইইউবির লাবিবের পেনাল্টি রুখে দলকে ম্যাচে রাখেন বিজিসি ট্রাস্টের গোলকিপার মুনতাসির রহমান। শেষ পর্যন্ত ফয়েজের কাছেই হারত হয়েছে বিজিসি ট্রাস্টকে।

বিজিসি ট্রাস্টের চেয়ে শক্তিতে এগিয়ে ছিল এআইইউবি
প্রথম আলো

ম্যাচসেরাও হয়েছেন ফয়েজ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির প্রধান ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু এবং ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (হিসাব) প্রেমহরি বর্মণ।

আজ সকালে প্রথম কোয়ার্টার ফাইনালে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

টুর্নামেন্টের বাকি দুটি কোয়ার্টার ফাইনাল আগামীকাল শুক্রবার।

আরও পড়ুন