গার্দিওলার আজ মাইলফলকের ম্যাচ

পেপ গার্দিওলাছবি: রয়টার্স

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যানচেস্টারের দুই অংশ বিভক্ত হয়ে পড়বে। এক ভাগ লাল, অন্য ভাগ নীল। ওল্ড ট্র্যাফোর্ডে আজ ‘ম্যানচেস্টার ডার্বিতে যে মুখোমুখি হচ্ছে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। এই ম্যাচ দিয়ে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা দারুণ এক মাইলফলক ছুঁয়ে ফেলবেন। শীর্ষ স্তরের লিগে কোচ হিসেবে এটি হবে তাঁর ৫০০তম ম্যাচ।

বার্সেলোনার ‘বি’ দল থেকে ২০০৮ সালে মূল দলের কোচের দায়িত্ব পান গার্দিওলা। চার বছর ক্যাম্প ন্যু–তে সোনা ফলানোর পর ২০১২ সালে বার্সেলোনার দায়িত্ব ছাড়েন এই স্প্যানিশ। লা লিগা ছেড়ে গার্দিওলা ২০১৩ সালে যোগ দেন বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখে।

আরও পড়ুন

২০১৬ সালে বায়ার্ন ছেড়ে চলে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে। তখন থেকেই সিটি কোচের দায়িত্বে স্পেনের সাবেক মিডফিল্ডার। সর্বকালের অন্যতম সেরা কোচদের কাতারে উঠে আসা গার্দিওলা লা লিগা, বুন্দেসলিগা ও প্রিমিয়ার লিগে টানা সর্বোচ্চসংখ্যক ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন। দুবার চ্যাম্পিয়নস লিগ জেতা ছাড়াও একাধিকবার লিগ জিতেছেন স্পেন, জার্মানি ও ইংল্যান্ডে।

২০১৬ সালে বায়ার্ন ছেড়ে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে যোগ দেন গার্দিওলা
ছবি: এএফপি

গার্দিওলা এ পর্যন্ত ৪৯৯ ম্যাচে তাঁর দলের হয়ে ৭৬ শতাংশ ম্যাচ জিতেছেন। ১৪ শতাংশ ম্যাচ ড্র করেছেন এবং হার ১১ শতাংশ ম্যাচে। বিবিসি জানিয়েছে, ২০০৮–০৯ মৌসুমে গার্দিওলা ইউরোপে কোচিং শুরুর পর শীর্ষ পাঁচ লিগে অন্তত ১০০ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন, এমন কোচদের মধ্যে তাঁর জয়ের শতকরা হারই সবচেয়ে বেশি। বার্সার কোচ হিসেবে লা লিগায় ১৫২ ম্যাচ, বুন্দেসলিগায় বায়ার্নের কোচ হিসেবে ১০২ ম্যাচ এবং ইংলিশ প্রিমিয়ার লিগে সিটির কোচ হিসেবে ২৪৫ ম্যাচ পরিচালনা করেছেন গার্দিওলা।

সিটি কোচ হিসেবে গার্দিওলার লিগে জয়ের হার ৭৪ শতাংশ, বুন্দেসলিগায় তা ৮০ শতাংশ ও লা লিগায় ৭৫ শতাংশ। সিটির হয়ে ৪ বার এবং বায়ার্ন ও বার্সার হয়ে ৩ বার করে লিগ জিতেছেন ৫১ বছর বয়সী এ কোচ। এই তিন ক্লাবে মোট ১৩টি লিগ শিরোপা জয়ের সুযোগ পেয়েছেন গার্দিওলা। এর মধ্যে জিতেছেন ১০ শিরোপা। শীর্ষ স্তরের লিগে ৪৯৯ ম্যাচের মধ্যে ৩৭৯ ম্যাচ জিতেছেন গার্দিওলা। ৬৮ ম্যাচে ড্রয়ের পাশাপাশি হেরেছেন ৫২ ম্যাচ।

ইউরোপের ক্লাব ফুটবলে ম্যাচ পরিচালনায় পেপ গার্দিওলার চেয়ে বিস্তর ব্যবধানে এগিয়ে আছেন অনেকেই। ট্রান্সফারমার্কেট জানাচ্ছে, সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত মোট ৭৮৮ ম্যাচ পরিচালনা করেছেন গার্দিওলা।

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন শুধু ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতেই সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩৯০ ম্যাচে কোচিং করিয়েছেন।

আরও পড়ুন

সব মিলিয়ে ফার্গুসনের কোচিং ক্যারিয়ারে ম্যাচের সংখ্যাটা ১৪৪৭ বলে জানাচ্ছে ট্রান্সফারমার্কেট। তবে এগুলো শুধুই প্রতিযোগিতামূলক ম্যাচ। প্রীতি ম্যাচ মিলিয়ে ফার্গি দুই হাজারের বেশি ম্যাচে কোচিং করিয়েছেন।

আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার ১৭৮৪ ম্যাচে কোচিং করিয়েছেন। এর মধ্যে শুধু আর্সেনালেই ১২২৮ ম্যাচ। ফার্গুসন ও গার্দিওলা ছাড়াও গ্রাহাম টার্নার, অ্যালেক স্টক, উইলি ম্যালে, ব্রায়ান ক্লফ, ববি রবসনরাও কোচ হিসেবে ম্যাচের সংখ্যায় ওপরের দিকে থাকবেন।

আরও পড়ুন