মায়ামিতে মেসিদের সঙ্গে কি এবার সুয়ারেজের পুনর্মিলন

মেসি–সুয়ারেজের বন্ধুত্ব আগের মতোই আছেছবি : এএফপি

কয়েক দিন পর থেকে ইন্টার মায়ামিকে ‘মিনি বার্সা’ না বলে হয়তো ‘বার্সার মায়ামি শাখা’ বলেই ডাকবেন কেউ কেউ।

মায়ামির জার্সিতে লিওনেল মেসি-সের্হিও বুসকেতসের একই দিনে অভিষেক হয়ে গেছে। তাঁরা মাঠে নামার আগেই দলে পেয়ে গেছেন বার্সেলোনার আরেক সাবেক সতীর্থ জর্দি আলবাকে। ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বার্সেলোনারই সাবেক কোচ জেরার্দো টাটা মার্তিনো। শোনা যাচ্ছে, আন্দ্রেস ইনিয়েস্তাও তাঁদের সঙ্গে মিলিত হতে পারেন। এবার দলবদলের বাজারে জোর গুঞ্জন, লুইস সুয়ারেজও যোগ দিচ্ছেন মায়ামিতে। সেটা হলে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিকে তো নির্দ্বিধায় ‘বার্সার মায়ামি শাখা’ ডাকাই যায়!

৩৬ বছর বয়সী সুয়ারেজ এখন খেলছেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে। মেসি-বুসকেতসদের সঙ্গে তাঁর পুনর্মিলনীর সম্ভাবনার খবর দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত।

এদিকে ইন্টার মায়ামিও কাল ঘোষণা দিয়েছে, একজন অতিরিক্ত আন্তর্জাতিক খেলোয়াড়কে দলে ভেড়াতে এমএলএসের আরেক ক্লাব সান হোসে আর্থকোয়াকসের কাছ থেকে একটি নতুন স্লট কিনেছে। মায়ামি সেই আন্তর্জাতিক খেলোয়াড়ের নাম উল্লেখ না করলেও স্পোর্তের খবর অনুযায়ী তিনি যে সুয়ারেজ, সেটা এক রকম নিশ্চিত।

২ বছরের চুক্তিতে গ্রেমিওতে এসেছেন সুয়ারেজ। চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩১ ডিসেম্বর। তবে স্পোর্তের প্রতিবেদন বলছে, আবার মেসির সতীর্থ হতে পারস্পরিক সমঝোতায় গ্রেমিওর সঙ্গে চুক্তি বাতিল করতে চান সুয়ারেজ। মায়ামিতে যোগ দিতে গ্রেমিওতে এ বছর আয় করা সব টাকা ফেরত দিতেও নাকি রাজি উরুগুইয়ান। শুধু তা–ই নয়, মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর আগেই গ্রেমিও ছেড়ে গেলে ক্লাবটির যে আর্থিক ক্ষতি হবে, সেটাও নিজ পকেট থেকে পরিশোধ করতে চান।

আরও পড়ুন

ইউরোপীয় ক্লাব ফুটবলে দলে বিদেশি ফুটবলারদের সংখ্যা নিয়ে ধরাবাঁধা নিয়ম না থাকলেও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আলাদা। এমএলএসের নিয়ম অনুযায়ী, সেখানে একটি ক্লাব সর্বোচ্চ ৮ জন বিদেশি ফুটবলার স্কোয়াডে রাখতে পারবে। তবে টাকার বিনিময়ে অন্য ক্লাব থেকে অতিরিক্ত স্লট কেনা যায়।

এমএলএসের প্রতিটি ক্লাবকে কিছু টাকা রেখে দিতে হয়, যা ক্লাবগুলো খেলোয়াড় কেনা ও বেতন দেওয়ার ক্ষেত্রে কাজে লাগাতে পারে। এমএলএসে এই টাকাকে বলা হয় সাধারণ বরাদ্দ করা অর্থ। এই নিয়মেই সুয়ারেজকে দলে আনতে সান হোসে আর্থকোয়াকসের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার ডলারে (১ কোটি ৬২ লাখ টাকা) নতুন স্লট কিনেছে ইন্টার মায়ামি।

ব্রাজিলের ক্লাব গ্রেমিওর সঙ্গে চুক্তি বাতিল করতে চান সুয়ারেজ
ছবি : টুইটার

এই মুহূর্তে ইন্টার মায়ামির স্কোয়াড ৩২ জনের। এর মধ্যে ২২ জনই বিদেশি খেলোয়াড়। তার মানে, অতিরিক্ত বিদেশি খেলোয়াড় দলে নিতে ১৪টি স্লট কিনতে হয়েছে ইন্টার মায়ামিকে। নিয়ম অনুযায়ী, যে ক্লাব অতিরিক্ত স্লট কেনে, সেই ক্লাব বেশি বিদেশিকে দলে রাখতে পারে। আর যে ক্লাব স্লট বিক্রি করে, সে ক্লাব কম বিদেশিকে রাখতে পারে। সুয়ারেজের জন্য মায়ামি নতুন স্লট কেনায় সান হোসে আর্থকোয়াকসের দলে একজন বিদেশি কম রাখতে পারবে।

মেসির অভিষেকের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন ছিল ইন্টার মায়ামি। পরশু মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে লিগস কাপে মেসির শেষ মুহূর্তের গোলেই জয়ের খরা কাটিয়েছে মায়ামি। এবার সুয়ারেজকে এনে আক্রমণভাগ আরও শক্তিশালী করতে চাইছে ডেভিড বেকহামের ক্লাব