কারও কাছে প্রমাণ করার কিছু নেই নেইমারের

পিএসজি তারকা নেইমারছবি: রয়টার্স

পিএসজিতে নেইমারের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন যেন শেষই হতে চায় না! নেইমার বারবার বলে আসছেন তিনি প্যারিসেই থাকতে চান, ক্লাব তাঁকে ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো কথাই বলেনি। কিন্তু কে শোনে কার কথা! তাঁকে কাছে পেলেই হলো, সাংবাদিকেরা তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করবেনই!

আরও পড়ুন

২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে নেইমারকে দলে নিয়েছিল পিএসজি। উদ্দেশ্য ছিল একটাই—প্যারিসের ক্লাবটিকে একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাবেন তিনি। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ফুটবল বিশ্বে তাই গুঞ্জন—নেইমারের মোহ কেটে গেছে পিএসজির। এখন উপযুক্ত দাম পেলে বিক্রি করে দেবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

পিএসজির নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়ের বলে আসছেন, নেইমার তাঁর পরিকল্পনায় ভালোভাবেই আছেন এবং ব্রাজিলিয়ান তারকা প্যারিসেই থাকছেন। নেইমারও তাঁর প্রত্যয়ের কথা বলেছেন—পিএসজিকে একটি চ্যাম্পিয়নস লিগ না জিতিয়ে প্যারিস ছাড়তে চান না।

পিএসজির অনুশীলনে নেইমার, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে
ফাইল ছবি

কিন্তু গুঞ্জন আর থামে না। এ কারণেই পুরোনো রেকর্ড আবার বাজাতে হয়েছে নেইমারকে। একই সঙ্গে বলেছেন নিজেকে প্রমাণের আর কিছু বাকি নেই তাঁর। গুঞ্জন তৈরি করা লোকদের উদ্দেশ করে নেইমারের বলা কথাগুলো এ রকম, ‘আমি এই ক্লাবে থাকতে চাই। আমার আরও কয়েক বছরের জন্য চুক্তি আছে। এ ছাড়া ক্লাবও আমাকে ক্লাব ছাড়ার বিষয়ে কিছু বলেনি।’

আরও পড়ুন

নেইমার এরপর সমালোচকদের উদ্দেশে বলেছেন, ‘কারও কাছে প্রমাণের কিছু নেই আমার। মানুষ আমাকে চেনে, আমি কেমন তা জানে। মাঠে আমার আচরণ কেমন, এটাও সবার জানা। আমি কেমন খেলি, সেটাও তো সবার দেখা।’

নেইমার অবশ্য সমালোচকদের কথায় খুব একটা পাত্তা দেন না। সেটা স্পষ্ট হয়েছে তাঁর পরের কথাগুলোয়, ‘আমার নিজেকে প্রমাণ করার কিছু নেই। আনন্দে থাকতে আমার শুধু নিজের খেলাটা খেলে যেতে হবে। মানুষ বেশি কথা বলে। তারা কিছু করতে পারে না বলেই বেশি কথা বলে।’