ছয় সপ্তাহ মাঠের বাইরে ভিনিসিয়ুস

সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে চোট পান ভিনিসিয়ুসছবি: টুইটার

লা লিগায় গত শুক্রবার সেল্টো ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১–০ গোলের জয়ে ১৮ মিনিটে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান উইঙ্গারের চোট কতটা গুরুতর, সেটা রিয়াল তখন জানাতে পারেনি। আজ রিয়ালের বিবৃতিতে ভিনিসিয়ুসের চোটের খবরটি নিশ্চিত করা হয়।

ডান ঊরুর মাংশপেশিতে চোট পেয়েছেন ভিনি। তবে কত দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে রিয়াল কিছু জানায়নি। তাই বলে সংবাদমাধ্যম তো বসে নেই। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ভিনিসিয়ুসকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। ভিনিসিয়ুসকে এর আগে পূর্ণ ফিট হিসেবে না–ও পেতে পারে রিয়াল। এ সময়ের মধ্যে রিয়াল বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচেও তাঁকে পাবে না। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্ক’ জানিয়েছে, অক্টোবরের আগে ভিনিসিয়ুসের মাঠে ফেরার সম্ভাবনা নেই। রিয়ালের জন্য এটা বড় ধাক্কা। গত মৌসুমে ৫৫ ম্যাচে ২৩ গোল করার পাশাপাশি রিয়াল সতীর্থদের জন্য আরও ২১ গোল বানিয়েছেন ২৩ বছর বয়সী এ তারকা।

হেতাফে, রিয়াল সোসিয়েদাদ ও লাস পালমাসের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচে ভিনিসিয়ুসকে পাবে না রিয়াল। ২ সেপ্টেম্বর হেতাফে, ১৬ সেপ্টেম্বর সোসিয়েদাদ ও ২৭ সেপ্টেম্বর লাস পালমাসের মুখোমুখি হবে মাদ্রিদের ক্লাবটি। এ সময়ের মধ্যে প্রতিপক্ষের মাঠেও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে কার্লো আনচেলত্তির দলের। ২৪ সেপ্টেম্বর ‘মাদ্রিদ ডার্বি’তে আতলেতিকো মাদ্রিদের মাঠে নামবে রিয়াল। সব মিলিয়ে মোট ৫টি ম্যাচে ভিনিসিয়ুসকে রিয়ালের না পাওয়ার সম্ভাবনা বেশি। ৪টি ম্যাচ লা লিগায় ও অন্যটি চ্যাম্পিয়নস লিগে।

আরও পড়ুন