১৫ ম্যাচ পর ব্রাজিলের ড্র, নেইমারের মাথায় পপকর্ন ঢাললেন সমর্থক
একটি গোলে অ্যাসিস্ট করেছেন এবং ম্যাচজুড়ে খেলেছেনও দারুণ। কিন্তু তারপরও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারলেন না নেইমার। ভেনেজুয়েলার বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করেছে ব্রাজিল। ১-১ গোলের এই ড্রয়ে থামল বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে ব্রাজিলের ১৫ ম্যাচের জয়রথ।
এই ড্রয়ের পর মাঠ ছাড়ার সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে নেইমারকে। টানেলের ঢোকার মুখে নেইমারের মাথায় পপকর্নও ঢেলেছেন দর্শক। এ সময় তাঁর মাথায় পপকর্নের প্যাকেটটিও ছুড়ে মারা হয়। এ ঘটনায় কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়াতে দেখা যায় নেইমারকে। এরপর উচ্চস্বরে রাগান্বিত হয়ে কিছু বলতেও দেখা যায় তাঁকে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে এ দৃশ্য।
ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে ব্রাজিল। এদিন ৭১ শতাংশ বলের দখল রেখে ব্রাজিল শট নেয় ১৫টি, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্য দিকে ২৯ শতাংশ বলের দখল রেখে ৯ শট নেওয়া ভেনেজুয়েলার লক্ষ্যে বল ছিল ২টি। কিন্তু পরিসংখ্যানের এই ব্যবধান ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলতে পারেনি। ব্রাজিলের ফিনিশিং ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে ঠিকই এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ভেনেজুয়েলা।
ম্যাচের নিয়ন্ত্রণ ব্রাজিলের দখলে থাকলেও দুই দলই অবশ্য প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। ২৫ গজ দূর থেকে নেইমারের শট বার উঁচিয়ে না গেলে এগিয়ে যেতে পারত ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত কোনো গোল ছাড়াই বিরতিতে যেতে হয় দুই দলকে।
বিরতির পর নেইমারের দারুণ এক শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন ভেনেজুয়েলা গোলরক্ষক। একটু পরই অবশ্য ব্রাজিলকে এগিয়ে দেন গাব্রিয়েল মাগালাইস। নেইমারের কর্নার থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন এই আর্সেনাল তারকা। গোলের পর আত্মবিশ্বাসী ব্রাজিল চেষ্টা করে ব্যবধান বাড়ানোর।
কিন্তু কাছাকাছি গিয়ে ব্যর্থ হয়েছে তারা। অন্য দিকে ভেনেজুয়েলাও একাধিকবার ব্রাজিল বক্সে ঢুকে সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে এদেরসনের প্রতিরোধ ঠিকই ভেঙে ফেলে ভেনেজুয়েলা। দুর্দান্ত এক ওভারহেড কিকে দলকে সমতায় ফেরান এডোয়ার্ড ভেলো। এই গোলের পর ব্রাজিল চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি। মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করেই।