বিশ্বকাপজয়ী স্কালোনির সঙ্গে সেরার দৌড়ে গার্দিওলা ও আনচেলত্তি

কার্লো আনচেলত্তি, পেপ গার্দিওলা ও লিওনেল স্কালোনিছবি: টুইটার

ফুটবলে ২০২২ ছিল বিশ্বকাপের বছর। কাতারে অনুষ্ঠিত সেই বিশ্বকাপ আসরে শিরোপা জিতেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। ফিফা বর্ষসেরা কোচের সেরা তিনে নির্বাচিত হয়েছেন এই আর্জেন্টাইন কোচ।

বছরের সেরা কোচের পুরস্কার–দৌড়ে আছেন ক্লাব পর্যায়ের দুই কিংবদন্তি পেপ গার্দিওলা আর কার্লো আনচেলত্তিও।

২৭ ফেব্রুয়ারি প্যারিসে আয়োজিত অনুষ্ঠানে বর্ষসেরা কোচের হাতে পুরস্কার তুলে দেবে ফিফা। ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আরও পড়ুন

ফিফা গঠিত একটি বিশেষজ্ঞ প্যানেল বর্ষসেরা কোচ হিসেবে পাঁচজনকে মনোনয়ন দিয়েছিল। স্কালোনি, গার্দিওলা ও আনচেলত্তির সঙ্গে ছিলেন ফ্রান্সের দিদিয়ের দেশম এবং মরক্কোর ওয়ালিদ রেগরাগুই। এই পাঁচজন থেকে সেরা কোচ নির্বাচনে ভোট দেন ফিফার সদস্যদেশগুরোর কোচ, অধিনায়ক, সাংবাদিক ও সমর্থকেরা।

ভোটে প্রত্যেকের অংশ ছিল মোট ভোটের ২৫ শতাংশ করে। প্রত্যেক ভোটার তিনটি ভোট দিয়েছেন। এক নম্বর ভোটের মান ৫, দুই নম্বর ভোটের মান ৩ এবং তিন নম্বর ভোটের মান ১ ধরে মোট ভোট যোগ করা হয়েছে।

আরও পড়ুন

পাঁচজনের মধ্যে প্রাপ্ত ভোটে এগিয়ে আছেন স্কালোনি, গার্দিওলা ও আনচেলত্তি। তিনজনের মধ্যে সবচেয়ে বেশি ভোট কে পেয়েছেন, সেটি জানা যাবে পুরস্কার প্রদানের মঞ্চে। সেরার দৌড়ে থাকা আনচেলত্তি ২০২১–২২ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগা জিতেছেন। ইতালিয়ান এই কোচের অধীনে ২০২২ উয়েফা সুপার কাপও জিতেছে রিয়াল।

স্প্যানিশ কোচ গার্দিওলা সাফল্য পেয়েছেন ইংলিশ লিগে। তাঁর অধীনে পাঁচ মৌসুমের মধ্যে চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি।

আরও পড়ুন