মার্তিনেজের সেই সেভের গুরুত্ব ‘বোঝেননি’ মেসি

বিশ্বকাপ ফাইনালে মার্তিনেজের সেই বিখ্যাত সেইভটিছবি: রয়টার্স

বিশ্বকাপ ফাইনালের সেই মুহূর্তের কথা মনে হলে হৃৎস্পন্দন একমুহূর্তের জন্য হলেও থেমে যাওয়ার কথা যেকোনো আর্জেন্টাইন সমর্থকের।

ফাইনালের স্কোরলাইন তখন ৩-৩। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের হাড্ডাহাড্ডি ও শ্বাসরুদ্ধকর লড়াই শেষের পথে। রেফারির বাঁশি বাজার পরই ম্যাচ গড়াবে টাইব্রেকারে। নিকোলাস ওতামেন্দির ভুলে হঠাৎই আর্জেন্টাইন বক্সের সামনে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে একা পেয়ে যান মুয়ানি। মার্তিনেজের পাশ দিয়ে জালে ঠেলে দিলেই ফ্রান্স জিতে যাবে, এমন একটা পরিস্থিতিতে মুয়ানির শট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন মার্তিনেজ। সেটিকে সবাই ‘বিশ্বকাপের সেরা সেভ’ বলছেন।

আরও পড়ুন

সেই মুহূর্ত নাকি টেরই পাননি লিওনেল মেসি। ম্যাচের উত্তেজনায় বুঝতেই পারেননি ওই মুহূর্তে মার্তিনেজ কী এক সেভ-ই না করেছেন! আর্জেন্টিনার পত্রিকা ‘ওলে’কে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে মেসি মার্তিনেজের সেই সেভ নিয়ে কথা বলেছেন। তবে এখন নাকি ওই সেভের ভিডিও দেখে আতঙ্কে জমে যান তিনি।

আরও পড়ুন

মেসির কথা, ‘পুরো ব্যাপারটিই এত দ্রুত ঘটে গিয়েছিল যে ওটা নিয়ে ভাবার সুযোগই হয়নি। ওই সেভের পরের মুহূর্তেই আমরা একটা পাল্টা আক্রমণে উঠি। পরে যখন আমি মার্তিনেজের সেভটির ভিডিও ফুটেজ দেখেছি, তখন বরং বেশি আতঙ্কিত হয়েছি। বুঝতে পেরেছি, মার্তিনেজের সেভ কতটা গুরুত্বপূর্ণ ছিল।’

আরও পড়ুন

ফাইনালের টাইব্রেকারে মার্তিনেজ ফ্রান্সের কিংসলি কোমানের শট ঠেকিয়েছেন। তাঁর কাছে মনস্তাত্ত্বিক লড়াইয়ে হেরে বাইরে মেরেছেন অঁরিলিয়ে চুয়ামেনি। কিন্তু টাইব্রেকারের এ দুটি শট ছাপিয়েও মুয়ানির শট অবিশ্বাস্যভাবে ঠেকিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় অবদানটি রেখেছিলেন তিনি। বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লোবও জেতেন মার্তিনেজ।