রোনালদোদের কোচ ছাঁটাইয়ের গুঞ্জন, নতুন কোচ কি মরিনিও

রুডি গার্সিয়ার সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোছবি: টুইটার

কয়েক দিন ধরে গুঞ্জন, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না আল নাসর কোচ রডি গার্সিয়ার। সৌদি প্রো-লিগের পয়েন্ট তালিকার ১১তম স্থানে থাকা আল ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করার পরই মূলত সামনে আসে রোনালদো ও গার্সিয়ার দ্বন্দ্বের খবর।

সেই দ্বন্দ্ব এবং মাঠে বাজে পারফরম্যান্সের জেরে আল নাসর নাকি গার্সিয়াকে ছাঁটাইও করে ফেলেছে। আল নাসর আনুষ্ঠানিকভাবে কোচ ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত না করলেও মার্কাসহ একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম গার্সিয়াকে ছাঁটাই করার খবর দিয়েছে। কেউ কেউ অবশ্য বলছে, আল নাসর গার্সিয়াকে চাকির বাঁচানোর জন্য এক ম্যাচের সুযোগ দিয়েছে।

আরও পড়ুন

মার্কা বলছে, ড্রেসিংরুমে কোচ ও খেলোয়াড়দের সম্পর্কের অবনতির কারণেই মূলত বাদ দেওয়া হয়েছে রুডি গার্সিয়াকে। আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম এএস অবশ্য এক ধাপ এগিয়ে গিয়ে আল নাসরের ভবিষ্যৎ কোচ হিসেবে জোসে মরিনিওর নামও জানিয়ে দিয়েছে। আর পর্তুগিজ কোচকে পেতে আল নাসর নাকি দুই মৌসুমের জন্য ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে।

সময়টা ভালো যাচ্ছে না আল নাসরের
ছবি: টুইটার

সৌদি প্রো–লিগে অনেকটা খুঁড়িয়ে চলছে আল নাসর। এক ম্যাচে সাফল্য মেলে তো পরের ম্যাচে ব্যর্থতা। আর দলের ধারাবাহিকতার অভাবের জন্য রোনালদো দায়ী করেছেন গার্সিয়াকে। এ ছাড়া গার্সিয়ার কৌশলও নাকি রোনালদোর পছন্দ হচ্ছে না। আর এসব কারণেই গার্সিয়াকে ছাঁটাইয়ের পথে হাঁটছে আল নাসর। এর আগে কোচ এরিক টেন হাগের সঙ্গে বনিবনা না হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে আসেন পর্তুগিজ মহাতারকা।

আরও পড়ুন

মার্কা অবশ্য বলছে, শুধু খেলোয়াড়দের অসন্তোষই নয়, গার্সিয়ার কাজ নিয়ে খুশি নিয়ে ক্লাব কর্তৃপক্ষও। তাঁর ওপর আল নাসরের যে প্রত্যাশা ছিল, সেটি পূরণ করতে ব্যর্থ হয়েছেন এই ফ্রেঞ্চ কোচ। লিগে ২৩ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের পয়েন্ট ৫৩। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইতিহাদ। শিরোপা জিততে হলে লিগে হাতে থাকা বাকি ৭ ম্যাচ থেকে পয়েন্টের ব্যবধান ঘোচাতে হবে আল নাসরকে।

আরও পড়ুন

গার্সিয়ার ছাঁটাইয়ের পাশাপাশি গুঞ্জন শোনা যাচ্ছে আল নাসরের সম্ভাব্য নতুন কোচ কে হবেন তা নিয়েও। এএসসহ একাধিক ইউরোপিয়ান সংবাদ বলছে, মরিনিওকে পেতে এরই মধ্যে ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে আল নাসর। এর আগে সৌদি আরব জাতীয় দলও মরিনিওকে পেতে ১২ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল। এখনো অবশ্য সিরি ‘আ’র ক্লাব এএস রোমার সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি আছে মরিনিওর।