এশিয়া ও আফ্রিকা সফরে ৪ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

অক্টোবর–নভেম্বরে এশিয়া ও আফ্রিকা সফর করবে আর্জেন্টিনাছবি: রয়টার্স

আগামী অক্টোবর-নভেম্বরে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফর করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, খেলবে চার ম্যাচ। দলের সঙ্গে সফরে যাবেন লিওনেল মেসিও। আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া দৈনিক ওলে ও ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টস এ নিয়ে প্রতিবেদন করেছে।

সংবাদমাধ্যম দুটির প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সেখানে তারা দুটি ম্যাচ খেলবে।

এরপর নভেম্বরে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে। অ্যাঙ্গোলা থেকে লিওনেল স্কালোনির দল যাবে কাতারে। মধ্যপ্রাচ্যের এই দেশেই ২০২২ সালে বিশ্বকাপ জেতে তারা।

দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। সেটাও পাঁচ ম্যাচ বাকি থাকতেই!

২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে আর্জেন্টিনা
ছবি: এএফপি

গত মার্চে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হওয়ার সুখবরের দিনেই দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) বাছাইপর্বের ম্যাচের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। বাছাইপর্বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ চার ম্যাচ জুন ও সেপ্টেম্বরে। প্রতিপক্ষ চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর।

সূচি অনুযায়ী, বাছাইপর্ব শেষে বিশ্বকাপের আগপর্যন্ত আর্জেন্টিনার আর খেলা নেই। ২০২৬ বিশ্বকাপ শুরু সেই বছরের জুনে। এতগুলো মাস নিশ্চয় হাত গুটিয়ে বসে থাকবে না আর্জেন্টিনা! বিশ্বকাপ ধরে রাখার অভিযানে নামার আগে যতটা সম্ভব তারা খেলার মধ্যে থাকতে চাইবে। তাই ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচগুলোর প্রতিপক্ষ ঠিক করে রাখার কাজ আগেভাগেই সেরে রাখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

গত পরশু এএফএর সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করেছেন অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের (এফএএফ) সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েস।

আরও পড়ুন

দুই ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাপিয়া ও সিমোয়েসের মধ্যে বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী ১১ নভেম্বর স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উৎসব করবে অ্যাঙ্গোলা। সেদিনই নিজেদের মাঠে আর্জেন্টিনার সঙ্গে খেলতে চায় তারা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার (বাঁয়ে) সঙ্গে বৈঠক করেছেন অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েস
ছবি: এক্স

তাপিয়ার সঙ্গে বৈঠক শেষে রেডিও স্টেশন আরএনএকে সিমোয়েস জানিয়েছেন, আর্জেন্টিনা দলের সঙ্গে মেসিও অ্যাঙ্গোলা সফরে যাবেন, ‘সবকিছুতেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে মেসি অ্যাঙ্গোলায় থাকবেন। আমরা যখন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আলোচনা করছিলাম, তখন তিনি মেসিকে ফোন করেন। মেসি ফোনে তাঁকে ২০০৬ সালে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচটির কথা মনে করিয়ে দেন। সেই ম্যাচটি হয়েছিল ইতালিতে, আর্জেন্টিনা জিতেছিল ২-০ গোলে। সেটিও ছিল বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ।’

টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, নভেম্বরে অ্যাঙ্গোলা থেকে কাতারে যাবে আর্জেন্টিনা। সেখানে একটি প্রীতি ম্যাচ খেলবে। এর আগে অক্টোবরে চীন সফরে খেলবে দুটি ম্যাচ।

আর্জেন্টিনার দলের সঙ্গে অ্যাঙ্গোলা, কাতার ও চীন সফরে যেতে পারেন লিওনেল মেসি
ছবি: এএফপি

এশিয়ার দুই দেশ কাতার ও চীন সফরে আর্জেন্টিনার তিন ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আয়োজক দেশ দুটির সঙ্গে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো হতে পারে। এ নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন

সম্প্রতি কাতার জাতীয় দলের কোচ হয়েছেন হুলেন লোপেতেগি। স্প্যানিশ এই কোচ এর আগে স্পেন জাতীয় দল, রিয়াল মাদ্রিদ, পোর্তো, সেভিয়া, উলভারহ্যাম্পটন, ওয়েস্ট হামের মতো দলের ডাগআউটে দাঁড়িয়েছেন।