মেসির বিশ্বকাপ জয়ের মুহূর্ত লাফালাফি করে উদ্‌যাপন করেছেন তাঁর সাবেক কোচ

বিশ্বকাপ ট্রফি হাতে লিওনেল মেসিফাইল ছবি

বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা যখন খেলেছে ফ্রান্সের বিপক্ষে, সেখানে ফ্রান্সকে খেলতে হয়েছে পুরো ফুটবল বিশ্বের বিপক্ষে। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তো বলেই দিয়েছিলেন, অনেক ফরাসিও বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করবে। কারণ, তারাও যে মেসিকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখতে চায়। কথাটা খুব বেশি ভুল বলেছিলেন কি! বোধ হয় না।

আর শুধু ফাইনালে নয়, মেসির বিশ্বকাপ ফাইনালে ওঠার পথের অনেক ম্যাচেও নিজ দেশের বিপক্ষে মেসিকে সমর্থন করেছেন অনেকেই। এই যেমন মেসির সাবেক কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড।

নেদারল্যান্ডসের এই কোচ কোয়ার্টার ফাইনালে মেসিদের কাছে ডাচদের হেরে যাওয়াতে মোটেই আক্ষেপ করেননি। আর মেসির বিশ্বকাপ জেতায় তিনি এতটাই খুশি হয়েছিলেন যে উদ্‌যাপন করেছেন লাফালাফি করে।

আরও পড়ুন

২০০৩ থেকে ২০০৮ সাল—এই পাঁচ বছর বার্সার কোচ ছিলেন রাইকার্ড। ফাইনাল ম্যাচ দেখতে বসেছিলেন মেসির একজন ভক্ত হিসেবে।

মেসির মাঠে নামা দেখছেন তখনকার কোচ রাইকার্ড (বেঞ্চে বসা)
ফাইল ছবি

হেলডেন সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে রাইকার্ড বলেছেন, ‘ব্যাপারটা এমন নয় যে বিশ্বকাপ ফাইনালের পর আমার গাল বেয়ে চোখের পানি পড়েছে। তবে আমি আসলে উদ্‌যাপন করেছি একটা কুকুরছানার মতো লাফালাফি করে। কারণ, শেষে এসে মেসি বিশ্বকাপ জিতেছে। আমি বিশ্বকাপ ফাইনাল দেখেছি মেসির একজন সমর্থক হিসেবে। ও যা চেয়েছিল, তা পেয়েছে। বিশ্বকাপটা ওর প্রাপ্য ছিল।’

আরও পড়ুন

রাইকার্ডের সময়ে ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সার জার্সিতে অভিষেক হয়েছিল মেসির। তাঁর অধীনে মেসি দুটি লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ক্যারিয়ারে এই কোচের অবদান কতটা, তা মেসি বলেছিলেন এভাবে, ‘সব কোচই আমাকে কিছু না কিছু শিখিয়েছে। তবে আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোচ ছিলেন রাইকার্ড। তিনি যদি আমার প্রতি ভরসা না রাখতেন, প্রথম দলের সঙ্গে অনুশীলনের সুযোগ না দিতেন, সম্ভবত বার্সার মূল দলে তখন খেলতে পারতাম না। তিনি আমাকে বিশ্বাস করে সঠিক সময়ে সুযোগ দিয়েছিলেন।’