মোরছালিনকে নিয়েই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড শেখ মোরছালিনছবি: প্রথম আলো

অপেক্ষায় ছিলেন জাতীয় দলে ফেরার। দ্রুতই ফুরিয়েছে সেই অপেক্ষা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য ২৩ জনের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন তরুণ ফরোয়ার্ড শেখ মোরছালিন। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শেষে দল চূড়ান্ত করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। তারপরই আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। আজই রাত ১১টায় বাংলাদেশ ফুটবল দল মেলবোর্ন রওনা হচ্ছে।

আরও পড়ুন

মদ-কাণ্ডে অন্য চার ফুটবলারের সঙ্গে শেখ মোরছালিনকেও সাময়িক নিষিদ্ধ করেছিল বসুন্ধরা কিংস। নিষেধাজ্ঞা মুক্ত হন গত ১২ অক্টোবর। সেদিনই মালেতে বিশ্বকাপের প্রাক্‌–বাছাইয়ে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এরপর ১৯ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে ঢাকায় ফিরতি ম্যাচে তাঁকে দলে নেননি হাভিয়ের কাবরেরা। তবে অস্ট্রেলিয়ায় বিপক্ষে ১৬ নভেম্বরের ম্যাচের জন্য ৩০ জনের প্রাথমিক দলে ডাক পান মোরছালিন এবং চূড়ান্ত দলেও জায়গা হয়েছে তাঁর।

মালদ্বীপ ম্যাচের ২৩ জনের দলে থাকা মতিন মিয়ার জায়গায় এবার অস্ট্রেলিয়া সফরের ২৩ জনের দলে এসেছেন মোরছালিন। মতিন অস্ট্রেলিয়া সফরের দলে ডাক পাননি। এ সফরের জন্য বাংলাদেশ দলের প্রাথমিক দলে ডাক পান ৩০ জন। সেখান থেকে বাদ পড়েছেন গোলকিপার মাহফুজ হাসান। রক্ষণে রিয়াদুল হাসান ও আলমগীর মোল্লা। মাঝমাঠে চন্দন রায়। ফরোয়ার্ডে দিপক রায়, রহিম উদ্দিন ও আরমান ফয়সাল।

ফুটবলারদের সঙ্গে হোটেলে দেখা করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন (একদম ডানে)। পাশে কোচ হাভিয়ের কাবরেরা
ছবি: বাফুফে

মালদ্বীপ ম্যাচের ২৩ জনের দলে থাকা মতিন মিয়ার জায়গায় এবার অস্ট্রেলিয়া সফরের ২৩ জনের দলে এসেছেন মোরছালিন। মতিন অস্ট্রেলিয়া সফরের দলে ডাক পাননি। এ সফরের জন্য বাংলাদেশ দলের প্রাথমিক দলে ডাক পান ৩০ জন। সেখান থেকে বাদ পড়েছেন গোলকিপার মাহফুজ হাসান। রক্ষণে রিয়াদুল হাসান ও আলমগীর মোল্লা। মাঝমাঠে চন্দন রায়। ফরোয়ার্ডে দিপক রায়, রহিম উদ্দিন ও আরমান ফয়সাল।

আরও পড়ুন

দলটা তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়েছেন কোচ। বেশ কয়েকজনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা মাত্রই হয়েছে। গোলকিপার মিতুল মারমার অভিষেক হয়েছে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে। মিডফিল্ডার জায়েদ মালদ্বীপের বিপক্ষে কিছু সময় খেলেছেন। ডিফেন্ডার শাকিল, হাসান মুরাদও মাত্রই শুরু করেছেন। কোচ আগামীর জন্য এই তরুণদের ওপর ভরসা রাখতে চান।

বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন আজ অনুশীলন শেষে প্রথম আলোকে সেটাই বলেছেন, ‘দলে অনেকেই নতুন। আমরা আসলে নতুন একটা দলই তৈরি করছি। যে দলটা ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নেবে। এখানে অভিজ্ঞ ফুটবলার যেমন আছেন, তরুণদের সংখ্যাও কম নয়।’ তবে বাদ পড়া সাতজনও তরুণই।

বাফুফে সভাপতির উপস্থিতিতে ফুটবলারদের একাংশ
ছবি: বাফুফে

আজ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বাংলাদেশ দলের হোটেলে গিয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি ফুটবলারদের উজ্জীবিত করেছেন। ফুটবলারদের তরফ থেকে বোনাসের কথা উঠেছে।

আরও পড়ুন

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সভাপতি সেভাবে বোনাসের কোনো ঘোষণা দেননি। তবে বলেছেন, “তোমরা ভালো খেলো। বোনাস চলমান একটা প্রক্রিয়া। অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলে বা ড্র করলে বোনাস পেতেই পারো তোমরা।”’

মালদ্বীপকে হারানোয় বাফুফের ৬০ লাখ টাকা বোনাস দেওয়ার কথা ফুটবল দলকে। সেই টাকা অবশ্য এখনো দেওয়া হয়নি।

বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন (ডানে)
ছবি: বাফুফে

২৩ জনের চূড়ান্ত দল:

গোলরক্ষক: মিতুল মারমা, পাপ্পু হোসেন, মেহেদী হাসান।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সাদ উদ্দিন, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও হাসান মুরাদ।

মিডফিল্ডার: সোহেল রানা, মো. সোহেল রানা, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, রবিউল হাসান ও জায়েদ আহমেদ।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, সুমন রেজা, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মজিবর রহমান ও শেখ মোরছালিন।