এবারও কি ট্রেবল জিতবে সিটি—গার্দিওলা কী বলেন

সংবাদ সম্মেলনে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাছবি : টুইটার

যে প্রিমিয়ার লিগকে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতা ভাবা হয়, পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি সেটাকে বড্ড একপেশে বানিয়ে ফেলেছে। সর্বশেষ ছয় মৌসুমে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়াই বলে দিচ্ছে সিটির আধিপত্যের কথা। এ সময়ে ইংল্যান্ডের বাকি সব ঘরোয়া ট্রফিও জিতেছে সিটি।

কিন্তু যে লক্ষ্য নিয়ে গার্দিওলার ইংলিশ ক্লাবটিতে আসা, সেই চ্যাম্পিয়নস লিগ ট্রফির ছোঁয়া কিছুতেই পাচ্ছিলেন না। গার্দিওলার সেই লক্ষ্যও অবশেষে পূরণ হয়েছে। সিটির হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপের পর অধরা চ্যাম্পিয়ন লিগ ট্রফিটাও ধরা দিয়েছে। তাতে ইতিহাসের প্রথম কোচ হিসেবে দুবার ট্রেবল জয়ের কীর্তি গড়েছেন। এর আগে যা জিতেছিলেন বার্সেলোনার হয়ে।

আগামীকাল শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে গার্দিওলারই সাবেক শিষ্য ভিনসেন্ট কোম্পানির দল বার্নলির মুখোমুখি হবে সিটি। ম্যানচেস্টারের ক্লাবটি সম্প্রতি এফএ কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে হারলেও তাদের টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের পক্ষে বাজির ধরার লোকই বেশি। নতুন মৌসুম শুরুর আগে সিটিজেনদেরও আত্মবিশ্বাসের তুঙ্গে থাকার কথা। তবে গার্দিওলা আগের মৌসুমের আনন্দের আতিশয্যে এবার গা ভাসাতে নারাজ।

বার্নলির বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গার্দিওলা সমর্থকদের মাটিতে পা রাখারই আহ্বান জানিয়েছেন। বলেছেন, তাঁর দলের কাছে ট্রেবল জয়ের পুনরাবৃত্তির আশা যেন না করা হয়, ‘গত মৌসুমে আমরা যা করেছি, তা আর সম্ভব নয়। এটা (ট্রেবল জয়) জীবনে একবারই হয়। আমরা গত মৌসুমে সাফল্যের চূড়ায় উঠেছি। কিন্তু গত দুই দিনে সেখান থেকে নেমে এসেছি এবং এখন নতুন করে শুরু করছি।’

মৌসুম শুরুর আগেই ট্রেবল জয়ের আশা ছেড়ে দিলেও লক্ষ্যটা উঁচুতেই রেখেছেন গার্দিওলা, ‘সবারই একই লক্ষ্য থাকে। তবে যতটা সম্ভব উঁচুতে উঠতে কঠিন পথ পাড়ি দিতে হবে। আমাদের খেলার ধরন, মানসিকতা নির্ধারণ করবে নতুন মৌসুম কেমন কাটবে।’

আরও পড়ুন

সিটিতে থাকতে কোম্পানিই ছিলেন গার্দিওলার দলের অধিনায়ক। সেই কোম্পানি খেলোয়াড়ি জীবন শেষ করেই কোচিংয়ে ঝুঁকেছেন। তাঁর প্রশিক্ষণেই ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপ থেকে আবার প্রিমিয়ার লিগে উঠে এসেছে বার্নলি।

সর্বশেষ এফএ কাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও বার্নলি। সে ম্যাচে গার্দিওলা ও কোম্পানির মধ্যে এমন হৃদ্যতার দেখা মেলে
ছবি : এএফপি

পুরোনো শিষ্যের বিপক্ষে নতুন মৌসুম শুরুর লড়াইটা জমবে বলেই বিশ্বাস গার্দিওলার, ‘চ্যাম্পিয়নশিপের প্রথম দিন থেকে সে (কোম্পানি) শুধু জিতেই চলেছে; যা খুব কঠিন কাজ। ওর দলের অবিশ্বাস্য দম আছে। ভালো করার স্বপ্ন আছে। সে আমার দলকে খুব ভালো করেই চেনে। ম্যাচটা কঠিন হতে চলেছে।’