ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ঘানার ফুটবলার

ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুছবি: টুইটার

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুকে। তুরস্কের দক্ষিণাঞ্চলের প্রদেশ হাতাই থেকে তাঁকে উদ্ধার করা হয়। ঘানার রাষ্ট্রদূত খবরটি আজ নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
আরও পড়ুন

গতকাল সোমবার তুরস্কের স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প হয়। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। তুরস্ক ও সিরিয়ায় এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ৮০০ ছাড়িয়েছে। নিউক্যাসল ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার আতসু সৌদি ক্লাব আল রায়েদ ছেড়ে গত সেপ্টেম্বরে তুর্কি সুপার লিগের ক্লাব হাতাইস্পোরে যোগ দেন।

ঘানার রাজধানী আক্রার একটি রেডিওকে তুরস্কে নিয়োজিত ঘানার রাষ্ট্রদূত ফ্রান্সিসকা আসিয়েতে-ওডুন্টন আতসুর বেঁচে থাকার খবর নিশ্চিত করে বলেছেন, ‘আমার কাছে সুখবর আছে। ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, হাতায় অঞ্চলে আতসুকে উদ্ধার করা হয়েছে।’

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, উদ্ধারকারী দল আতসুর শারীরিক অবস্থার কোনো তথ্য জানায়নি। হাতাইস্পোর ক্লাবের অফিশিয়াল মুস্তফা ওজাত প্লে স্পোর স্ট্রিমিং চ্যানেলকে কাল জানিয়েছিলেন, আতসু ভূমিকম্পের ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছেন। সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন। পরশু রাতেই রেফারি শেষ বাঁশি বাজানোর আগমুহূর্তে গোল করে দলকে জিতিয়েছেন আতসু।

আরও পড়ুন

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এর আগে জানিয়েছে, হাতাইয়ের আন্তাকিয়া এলাকার বহুতল একটি হোটেলে ছিলেন ৩১ বছর বয়সী আতসু। ভূমিকম্পে ভবন পুরোপুরি বিধ্বস্ত হলে তার নিচে চাপা পড়েন এ ফুটবলার। গার্ডিয়ান ও পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা জানিয়েছিল, আতসুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু  হাতাইস্পোরের সহসভাপতি দিয়েছিলেন অন্য খবর। তুর্কি সাংবাদিক ইয়াগিজ সাবুনচোগলুকে তিনি জানিয়েছিলেন, আতসুকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

পোর্তোর হয়ে প্রিমেরা লিগজয়ী আতসু ২০১৩ সালে চেলসিতে যোগ দিলেও ইংলিশ ক্লাবটির হয়ে মাঠে নামার সুযোগ পাননি। ২০১৭ সাল পর্যন্ত ধারে খেলেছেন বিভিন্ন ক্লাবে। ডাচ ক্লাব ভিত্তেসে, ইংলিশ ক্লাব এভারটন, বোর্নমাউথ ও স্পেনের মালাগার মতো ক্লাবে ধারে খেলেছেন। নিউক্যাসলেও ধারচুক্তিতে খেলার সময় ২০১৭ সালে চার বছরের চুক্তি করেন ক্লাবটির সঙ্গে। সেখান থেকে ২০২১ সালে যোগ দেন সৌদি ক্লাব আল রায়েদে। গত বছর সেপ্টেম্বরে সৌদি থেকে তুরস্কের হাতাই অঞ্চলের ক্লাব হাতাইস্পোরের সঙ্গে এক বছরের চুক্তি করেন।

ঘানা জাতীয় দলের হয়ে ২০১২ সালে অভিষেক আতসুর। বিবিসি তাঁকে ‘ভবিষ্যতের সম্পদ’ ও ইএসপিএন ‘দ্রুতগামী ও কৌশলগতভাবে দুর্দান্ত’ বলে প্রশংসা করেছিল তখন। ২০১৪ বিশ্বকাপে ঘানার সব ম্যাচেই একাদশের হয়ে খেলেছেন আতসু। ২০১৯ সালে ঘানার হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী এ ফুটবলার। জাতীয় দলের হয়ে ৬০ ম্যাচে করেছেন ১০ গোল।

আতসুর দ্রুত সুস্থতার প্রার্থনা করে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টুইট করা হয়, ‘তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা ও ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর জন্য আমরা প্রার্থনা করছি।’

সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় স্মরণকালের ভয়াবহ বিপর্যয় নেমে আসে। ঘুমের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে প্রচুর মানুষ। বাইরে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার জন্য উদ্ধারকাজ চালানোও খুব কঠিন হয়ে পড়েছিল। ভূতত্ত্ববিদেরা এই ভূমিকম্পকে ওই অঞ্চলের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে মত দিয়েছেন। সর্বশেষ ১৯৩৯ সালে প্রায় সমান শক্তিশালী ভূমিকম্প হয়েছিল তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে। সেবার মারা যায় ৩০ হাজার মানুষ।

ভূমিকম্পে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের নারী ভলিবল দলের ১৪ খেলোয়াড় ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছেন। ভূমিকম্পের কারণে তুর্কি সুপার লিগের সব ম্যাচ স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন