বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল রোনালদোর ক্লাব

আল–নাসরের ইনস্টাগ্রামে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছাছবি: আল–নাসরের ইনস্টাগ্রাম

বাংলাদেশ নামটা আর্জেন্টিনায় এখন বেশ পরিচিত। কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থনের কারণেই এটা হয়েছে। বাংলাদেশের নাম তখন বেশ ভালোভাবেই উঠে এসেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসির মুখেও শোনা গেছে বাংলাদেশের প্রশংসা।

বাংলাদেশে মেসির যেমন ভক্ত-সমর্থক আছেন, তেমনই আছে সময়ের আরেক সেরা ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। আর্জেন্টিনা যেভাবে মেসির বাংলাদেশি ভক্ত-সমর্থকদের সামনে নিয়ে এসে এখানে জনপ্রিয়তা আরও বাড়িয়েছে, তেমনিই হয়তো চেষ্টা করছে সৌদি আরবের ক্লাব আল-নাসর

আরও পড়ুন
আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: টুইটার

রোনালদো সৌদি আরবের ক্লাব আল-নাসরে নাম লেখানোর পর বাংলাদেশে তাঁর ভক্তরা দলটির খেলার খোঁজখবর রাখতে শুরু করেছেন। একইভাবে বাংলাদেশের ব্যাপারেও হয়তো আগ্রহী হয়ে উঠেছে ক্লাবটি। এই যেমন আজ বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে আল-নাসর।

আরও পড়ুন

সৌদি প্রো লিগের ক্লাবটি তাদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছে। সেখানে তারা বাংলাদেশের লাল-সবুজ পতাকার রং দিয়ে একটি ছবি বানিয়ে লিখেছে, ‘বাংলাদেশ, স্বাধীনতা দিবস ২৬.০৩.২৩।’ এরপর ক্যাপশনে যোগ করেছে, ‘শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ।’