তিউনিসিয়ার জালে নেইমারদের ৫ গোল

পাকেতা ও রাফিনিয়াকে নিয়ে নেইমারের গোল উদ্‌যাপনছবি: এএফপি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ব্রাজিল–তিউনিসিয়ার সেই ম্যাচে প্রায় সবকিছু থাকলেও অভাব ছিল শুধু প্রীতির!

ম্যাচের ফলটাই সবচেয়ে বড় প্রমাণ। ৪৯ বছর পর প্রথম দেখায় আফ্রিকার আরব দেশ তিউনিসিয়াকে ৫–১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৯৭৩ সালে দুদলের প্রথম দেখায় ৪–১ গোলে জিতেছিল ব্রাজিল। তিতের দল কাল নেইমারের ঘরের মাঠে ৪–১  করে ফেলে প্রথমার্ধেই।

কাতার বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ২ গোল করেছেন বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া। বাকি গোলগুলো করেছেন রিচার্লিসন, নেইমার ও পেদ্রো। ফ্ল্যামেঙ্গোর ২৫ বছর বয়সী স্ট্রাইকার পেদ্রো ব্রাজিলের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই প্রথম গোলের দেখা পেয়ে গেলেন।

১ গোল করেছেন নেইমার, রাফিনিয়ার গোল ২টি
ছবি: টুইটার

ম্যাচটি দেখতে এসেছিলেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ব্রাজিলের খেলার চেয়ে ফরাসি কোচের আগ্রহ ছিল তিউনিসিয়াকে নিয়েই। কাতারে যে একই গ্রুপে পড়েছে দুদল। তিউনিসিয়াকে একটি গোল করা ছাড়া অবশ্য তেমন কিছু করতে দেখলেন না দেশম।

ভুল বলা হলো, নেইমারকে ফাউল করে ডিলান ব্রনকে লাল কার্ড খেতে দেখলেন দেশম। তাতে ম্যাচের ৪২ মিনিটেই ১০ জনের দল তিউনিসিয়া। তিউনিসিয়ার গোলরক্ষকের খেলাও অবশ্য দেখেছেন দেশম। বেশ কয়েকটা সেভ যে করেছেন আয়মেন দাহমেন।

প্যারিসের এই প্রীতি ম্যাচে তিউনিসিয়ার সমর্থকরাই অবশ্য বেশি বিরক্ত করেছেন ব্রাজিলিয়ানদের। ম্যাচের আগে ব্রাজিলের জাতীয় সংগীতের সময় দুয়ো দিয়েছেন তিউনিসিয়ার সমর্থকেরা। তাঁদের লেজার রশ্মির আলো তো বেশিরভাগ সময়ই খেলা করেছে ব্রাজিল ফুটবলারদের চোখেমুখে। একবার তা মাত্রা ছাড়ানোয়ে ব্রাজিল কোচ তিতের আপত্তিতে রেফারি কিছুক্ষণ খেলাও বন্ধ রেখেছিলেন।

রিচার্লিসনের গোল উদ্‌যাপনের সময় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দিকে কলা ছুড়ে মারার অভিযোগও করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

এই গোল উদ্‌যাপনের সময়েই কলা ছোড়া হয়েছে রাচার্লিসনের দিকে
ছবি: এএফপ

এমনসব ঘটনায় যে ব্রাজিলিয়ানদের মনোযোগ সরে যায়নি সেটির প্রমাণ তো ম্যাচের ফলই। ব্রাজিলিয়ানরা গোলের সূচনা করে ১১ মিনিটে। মাঝ মাঠ থেকে কাসেমিরোর হাওয়ায় ভাসানো নিখুঁত এক পাস থেকে হেডে গোল করেন রাফিনিয়াকে। তিউনিসিয়ার এক ডিফেন্ডার গায়ে গায়েই ছিলেন বার্সা তারকার। তবে তিউনিসিয়ার গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বাঁকানো হেডে গোল পেয়ে যান রাফিনিয়া।

৭ মিনিট পর গোল পেয়ে যায় তিউনিসিয়ানরা। আনিস স্লিমানের ফ্রিকিকে মাথা ছুঁইয়ে আলিসনকে ফাঁকি দিয়ে বলটাকে জালে জড়ান ডিফেন্ডার মোন্তাসার তালবি। ওই গোলের ১ মিনিট যেতে না যেতেই রিচার্লিসনের গোলে আবার এগিয়ে ব্রাজিল। রাফিনিয়ার বাড়ানো পাস থেকে অফসাইডের ফাঁদ ছিড়ে তিউনিসিয়ান গোলরক্ষকের দুপায়ে ফাঁক গলে গোল পেয়ে যান রিচার্লিসন। ওই গোলের পরই কলা ছোড়ার সেই ঘটনা।

২৯ মিনিটে নেইমারের পেনাল্টি গোলে ৩–১ করে ব্রাজিল। পাকেতাকে ফেলে দিয়েছিলেন দাহমেন। তাতেই ব্রাজিলের জার্সিতে ৭৫তম গোল পেয়ে পেলের আরেকটু কাছে উঠে গেলেন নেইমার। ৪০ মিনিটে ব্রাজিলের চতুর্থ গোলটি রাফিনিয়ার। তাঁর নেওয়া শটটি পোস্টে লেগে ঢুকে যায় গোলে।

৪–১ গোলে এগিয়ে যাওয়া ব্রাজিল বিরতির পর মাঠে নামায় ভিনিসিয়ুস জুনিয়র পেদ্রোক। ৭৪ মিনিটে জাতীয় দলের জার্সিতে প্রথম গোলটি পেয়ে যান ২৫ বছর বয়সী পেদ্রো।

আরও পড়ুন
আরও পড়ুন