চ্যাম্পিয়নস লিগের ড্র কবে, খেলবে কোন কোন দল
গত মৌসুমেই ক্রিস্টিয়ানো রোনালদোকে পায়নি উয়েফা চ্যাম্পিয়নস লিগ। তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেড যে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে সুযোগই পায়নি। সেই রোনালদো তো এবার ইউরোপীয় ফুটবলেই নেই। সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনালদো এখন প্রস্তুতি নিচ্ছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার। উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবার পাচ্ছে না সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকেও। ইউরোপ ছেড়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। এবার নেই নেইমার, করিম বেনজেমারাও। তাঁরাও যে পাড়ি জমিয়েছেন সৌদি প্রো লিগে।
গত এক-দেড় যুগ ধরে যাঁরা মাতিয়ে এসেছেন, তাঁদের ছাড়াই আগামী মাসে শুরু হচ্ছে ২০২৩-২৪ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। তবু চ্যাম্পিয়নস লিগ নিয়ে আগ্রহের কমতি নেই। কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, রবার্ট লেভানডফস্কি, হ্যারি কেইন, ভিনিসিয়ুস জুনিয়র, লুকা মদরিচদের মতো তারকারা তো আছেন।
৩২ দলের টুর্নামেন্টের ২৬ দল নিশ্চিত হয়ে গেছে আগেই। বাকি ছয়টি দলকেও আজ ও আগামীকালের মধ্যে পেয়ে যাবে উয়েফা। এরপরই হবে ড্র। আর মাঠের লড়াই শুরু হবে ১৯ সেপ্টেম্বর।
সেই লড়াই শুরু হওয়ার আগে এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের আদ্যোপান্ত জেনে নেওয়া যাক।
কখন ও কোথায়
২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন লিগের ড্র অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট, বৃহস্পতিবার। ড্র শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। তিন বছর পর মোনাকোর গ্রিমালদি ফোরামে ফিরছে ড্র অনুষ্ঠান।
ড্রতে আছে কোন কোন দল
৩২ দলের গ্রুপ পর্ব। ২৬ দল সরাসরি সুযোগ পেয়েছে গ্রুপ পর্বে। বাকি ছয়টি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে। বরাবরের মতো এবারও ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ড্রতে দলগুলোকে চারটি পট বা পাত্রে ভাগ করা হবে। কারা কোন পটে থাকবে, সেটি নির্ধারিত হবে বৃহস্পতিবার সকালে।
সরাসরি সুযোগ পাওয়া ২৬ দল
ইংল্যান্ড: আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল
স্পেন: আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, সোসিয়েদাদ ও সেভিয়া
জার্মানি: বায়ার্ন, ডর্টমুন্ড, লাইপজিগ ও ইউনিয়ন বার্লিন
ইতালি: ইন্টার মিলান, লাৎসিও, এসি মিলান ও নাপোলি
ফ্রান্স: লাঁস ও পিএসজি
পর্তুগাল: বেনফিকা ও পোর্তো
নেদারল্যান্ডস: ফেইনুর্ড
অস্ট্রিয়া: সালজবুর্গ
স্কটল্যান্ড: সেল্টিক
সার্বিয়া: রেড স্টার বেলগ্রেড
ইউক্রেন: শাখতার দোনেৎস্ক
প্লে-অফে থেকে আসবে যারা
ম্যাকাবি হাইফা (ইসরায়েল)/ইয়াং বয়েজ (সুইজারল্যান্ড)
অ্যান্টওয়ার্প (বেলজিয়াম)/এইকে অ্যাথেন্স (গ্রিস)
রাকোভ (পোল্যান্ড)/কোপেনহেগেন (ডেনমার্ক)
মোল্ডে (নরওয়ে)/গালাতাসারাই (তুরস্ক)
রেঞ্জার্স (স্কটল্যান্ড)/পিএসভি (নেদারল্যান্ডস)
ব্রাগা (পর্তুগাল)/প্যানাথিনাইকোস (গ্রিস)
ড্রয়ের নিয়মকানুন
• ড্রয়ের প্রথম পটে থাকবে বর্তমান চ্যাম্পিয়ন, ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ও ছয়টি ঘরোয়া চ্যাম্পিয়ন। ২ থেকে ৪ নম্বর পটের দলগুলো নির্ধারিত হবে উয়েফা ক্লাব কোএফিশয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে।
• একই দেশের দুটি ক্লাব একই গ্রুপে খেলবে না।
কোথায় দেখবেন
উয়েফা ডটকমে সরাসরি দেখাবে।
ড্র অনুষ্ঠানে আর কী হবে
২০২২-২৩ মৌসুমের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়, নারী খেলোয়াড়, পুরুষ ও নারী কোচের পুরস্কার দেওয়া হবে।