একদল নারীর ছবি তুলে দিতে গিয়ে যেভাবে ইয়ামাল হয়ে গেলেন রায়ান

নারীদের ছবি তুলে দিচ্ছেন ইয়ামালভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে ছবি তোলার জন্য একজনের হাতে তুলে দিলেন ফোন! এরপর ছবি তোলার সময় চিনতে পারলেন যে আপনাদের ছবি যিনি তুলে দিচ্ছেন, তিনি সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা ইয়ামাল। কেমন হবে সে সময় আপনার অনুভূতি? নিশ্চয় বিস্মিত হবেন আবার মজাও পাবেন। ঠিক এ ঘটনাই ঘটেছে একদল নারীর সঙ্গে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তায় ক্যাপ পরা ইয়ামালের হাতে ছবি তোলার জন্য ফোন তুলে দিচ্ছেন এক নারী। ফোন ইয়ামালের হাতে দিয়ে বন্ধুদের পাশে গিয়ে দাঁড়ানোর আগমুহূর্তে সন্দেহ হয় তাঁর।

এগিয়ে জিজ্ঞেস করেন, ‘দয়া করে আপনার নামটা কি বলবেন?’ ছবি তোলার প্রস্তুতি নিতে থাকা ইয়ামাল নিজের নাম গোপন করে বলেন, ‘রায়ান।’

আরও পড়ুন

কিন্তু সেই নারীর বিশ্বাস না হওয়ায় আবারও জিজ্ঞেস করে বলেন, ‘আর আসল নামটা?’ ইয়ামাল আবার একই উত্তর দেন, ‘রায়ান।’ বিশ্বাস না হওয়ায় এ সময় পেছনে দাঁড়ানো নারীরা ‘না না’ করতে থাকেন। আর এর মধ্যেই কোনো একজনকে বলতে শোনা যায়, ‘ইয়ামাল।’

পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বুঝতে পেরেই ইয়ামালের সঙ্গে সেখানে উপস্থিত থাকা বাকিরা তাড়া দিয়ে বলেন, ‘ফটো, ফটো, ফটো! এখন নয়তো কখনো নয়।’ এরপর সেই নারীরা দল বেঁধে দাঁড়ান এবং ইয়ামাল তাঁদের ছবি তুলে দেন।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হওয়ার পর ইয়ামালের ভক্ত-সমর্থকেরা বেশ মজাও নিয়েছেন। একজন লিখেছেন, ‘অসাধারণ।’ আরেকজন হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘রায়ান ইয়ামাল।’ অন্য একজনের মন্তব্য, ‘ভালোই নিজেকে লুকালে, রায়ান।’ কেউ কেউ পরিচয় জানার পরও ইয়ামালকে দিয়ে ছবি তোলানোয় বিস্ময় প্রকাশ করেছেন।