‘১৫ মিনিটের ফাইনাল’ দেখতে টাকা লাগবে না

টিকিট ছাড়াই ফেডারেশন কাপ ফাইনালের শেষ ১৫ মিনিট দেখতে পারবেন দর্শকরাতানভীর আহাম্মেদ

আগামী মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচের অবশিষ্ট ১৫ মিনিটের খেলা এবং চ্যাম্পিয়ন উৎসব দেখতে মাঠে ঢুকতে কোনো টিকিট লাগবে না। সবার জন্য উন্মুক্ত থাকবে স্টেডিয়ামের গেট। আজ প্রথম আলোকে খবরটা দিয়েছেন বাফুফের পেশাদার লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন। গত মঙ্গলবার টিকিট কেটেই ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়ার স্টেডিয়ামে ঢুকতে হয়েছিল দর্শকদের।

গত মঙ্গলবার ময়মনসিংহে আলোকস্বল্পতায় কিংস-আবাহনী ফাইনাল ১০৫ মিনিটের মাথায় স্থগিত করা হয়। ম্যাচটি তখন ১–১ সমতায় ছিল। সেই স্থগিত হওয়া ম্যাচের বাকি অংশ ২৯ এপ্রিল একই ভেন্যু রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামেই বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে।

ম্যাচটির বাকি অংশের খেলা কবে কোথায় হবে, এ নিয়ে গতকাল বাফুফে ভবনে লিগ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানেই টিকিটের বিষয় নিয়ে আলোচনা হয়। এরপর সবার সম্মতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

এ প্রসঙ্গে জাকির হোসেন বলেন, ‘না এই ১৫ মিনিটের জন্য আর কাউকে টিকিট কিনতে হবে না। যেহেতু দর্শকেরা পুরো ফাইনাল উপভোগ করতে পারেননি, তাই এই ১৫ মিনিটের খেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। তাঁরা বিনা মূল্যে ম্যাচ উপভোগ করতে পারবেন।’

রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দর্শকের কমতি ছিল না
প্রথম আলো

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২২ এপ্রিল ময়মনসিংহে কিংস-আবাহনী ফেডারেশন কাপ ফাইনাল শুরু হলেও শেষ করা যায়নি। সেদিন ঝড়বৃষ্টির জন্য প্রায় এক ঘণ্টা ম্যাচ বন্ধ ছিল। এরপর অতিরিক্ত সময়ে যাওয়া ম্যাচের ১০২ মিনিটে লাল কার্ড দেখেন কিংসের ফয়সাল আহমেদ। তাতে ১০ জনের দলে পরিণত হয় কিংস। এরপর সন্ধ্যা নেমে আসায় আলোকস্বল্পতায় পড়ে ম্যাচটি। যদিও আবাহনী চেয়েছিল ম্যাচটা শেষ করতে; কিন্তু রেফারি সায়মন হাসান ম্যাচ স্থগিতের ঘোষণা করেন।

আরও পড়ুন
১–১ গোলে সমতায় আছে ফাইনালটি
প্রথম আলো

ফেডারেশন কাপের বাইলজের ৭.১ নম্বর ধারায় বলা আছে, মাঠ খেলার অনুপযোগী হলে কিংবা প্রাকৃতিক দুর্যোগ অথবা আলোকস্বল্পতা দেখা দিলে রেফারি ম্যাচ স্থগিত বা পরিত্যক্ত বলে ঘোষণা দিতে পারবেন।

এ ধারায় আরও বলা আছে, যে অবস্থায় যেভাবে এবং যেখান থেকে ম্যাচ স্থগিত হবে, এরপর ঠিক একই জায়গা থেকে আবার ম্যাচের বাকি অংশ মাঠে গড়াবে।

আরও পড়ুন