তাহলে কি মরিনিও হচ্ছেন নাপোলির কোচ

জোসে মরিনিওছবি: রয়টার্স

সম্প্রতি বাজে পারফরম্যান্সের জেরে মাঝমৌসুমেই ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে ছাঁটাই হন জোসে মরিনিও। রোমার দায়িত্ব ছাড়ার পর এখন পর্যন্ত ক্লাবহীন আছেন এ পর্তুগিজ কোচ। এর মধ্যে অবশ্য তাঁর ইউরোপ ছেড়ে সৌদি আরব যাওয়ার গুঞ্জনও সামনে এসেছে। তবে সৌদি ক্লাবের প্রস্তাব নাকি মরিনিও নিজেই ফিরিয়ে দিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কোপে রেডিও মরিনিওর সৌদি প্রস্তাবের বিষয়টি সামনে এনেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোমা থেকে ছাঁটাই হওয়া মরিনিওকে নেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছিল সৌদি ক্লাব আল শাবাব। কিন্তু ইউরোপে ‘নিজেকে উজ্জীবিত’ করার মতো প্রস্তাবের অপেক্ষায় থাকা মরিনিও নাকি নিজেই আল শাবাবকে ফিরিয়ে দিয়েছেন। এর আগে গত বছরও জুনে সৌদি আরবের প্রস্তাব ফিরিয়েছিলেন মরিনিও।

আরও পড়ুন

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচ। সৌদি প্রো লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই আল শাবাব। ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১১ নম্বরে।

সৌদি ক্লাবের সঙ্গে মরিনিওকে জড়িয়ে আলোচনার মধ্যে নতুন খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস। তারা জানিয়েছে, মরিনিওকে দলে ভেড়াতে আগ্রহী ইতালিয়ান লিগ সিরি ‘আ’র বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি।

তবে এখনই নয়, মরিনিওকে নাপোলি ডাগআউটের দায়িত্ব দিতে চায় আগামী মৌসুমে। সংবাদমাধ্যমটি এ সপ্তাহেই নাপোলির কর্তৃপক্ষের সঙ্গে মরিনিওর দেখা করার কথাও জানিয়েছে। নাপোলির সভাপতি নাকি মনে করেন, ক্লাবকে সঠিক পথে ফেরাতে মরিনিওই সবচেয়ে যোগ্য কোচ।

সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জোসে মরিনিও
রয়টার্স

এর আগে গত মৌসুমে লুসিয়ানো স্পালেত্তির হাত ৩৩ বছর পর লিগ শিরোপা জেতে নাপোলি। কিন্তু মৌসুম শেষ হতেই ক্লাব সভাপতি অরেলিও দি লরেন্তিসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে নাপোলি ছেড়ে যান এ ইতালিয়ান কোচ।

বর্তমানে তিনি ইতালি জাতীয় দলের দায়িত্ব পালন করছেন। তবে স্পালেত্তির বিদায়ের পর এখনো তাঁর যোগ্য বিকল্প  খুঁজে পায়নি ক্লাবটি। প্রথমে তাঁর জায়গায় আনা হয় রুডি গার্সিয়াকে। কিন্তু ব্যর্থতার দায়ে নভেম্বরেই ছাঁটাই করা হয় তাঁকে।

আরও পড়ুন

এরপর ওয়াল্টার মাজ্জারির কাঁধে দায়িত্ব দেয় তারা। কিন্তু তাঁর অধীনেও খুব একটা ভালো করতে পারছে না ক্লাবটি। ইতালিয়ান এ কোচের অধীনে ১১ ম্যাচের মাত্র ৪টিতে জিতেছে নাপোলি। যে কারণে মৌসুম শেষেই কোচ বদলাতে মরিয়া নাপোলি। অন্যদিকে মরিনিও নিজেও নাকি ইতালিতে থাকার ব্যাপারে আগ্রহী এবং নাপোলির প্রস্তাব মনে ধরেছে তাঁর।