মেসির বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন, মুখ খুললেন বন্ধু সেস্ক ফ্যাব্রিগাসের স্ত্রী

লিওনেল মেসি ও সোফিয়া মার্তিনেজইনস্টাগ্রাম

মাঠের লড়াইয়ে বিভিন্ন সময় উত্থান-পতনের ভেতর দিয়ে যেতে হয়েছে লিওনেল মেসিকে। এমনকি ব্যর্থতার দায় কাঁধে নিয়ে জাতীয় দল থেকে অবসরও নিতে হয়েছে। তবে সেই ব্যর্থতা ভুলে ফিরে এসে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপও জিতিয়েছেন মেসি। মাঠে মেসির ক্যারিয়ারটা যতটা বর্ণিল ও রোমাঞ্চভরা, মাঠের বাইরে ঠিক উল্টো।

দুই দশক ধরে পাদপ্রদীপের আলোয় থাকলেও পারিবারিক জীবনে মেসিকে ঘিরে তেমন কোনো বিতর্কই শোনা যায়নি। বরং কৈশোরের প্রেমিকার সঙ্গে মেসির সম্পর্কের গভীরতা বারবার দৃষ্টান্ত হিসেবে দেখানো হয়েছে। বিশ্বকাপের পরও মেসি-রোকুজ্জোর সম্পর্ক নিয়ে কথা হয়েছে অনেক। কিন্তু এবার সেই মেসির পারিবারিক জীবন ঘিরেই সামনে এসেছে বিতর্কিত খবর। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম দিরেতো দো মিওলোই সম্প্রতি মেসির বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ করেছে।

আরও পড়ুন

সেই খবর প্রকাশিত হওয়ার পর এখন মেসির পরিবারে সংকট নিয়েও শোনা যাচ্ছে নানা গুঞ্জন। এর মধ্যে মেসির বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কথা বলেছেন তাঁর কাছের বন্ধু সাবেক স্প্যানিশ তারকা সেস্ক ফ্যাব্রিগাসের স্ত্রী দানিয়েলা সিম্যান। দানিয়েলা অবশ্য এ খবর মোটেই সঠিক নয় বলে মন্তব্য করেছেন।

সম্প্রতি দিরেতো দো মিওলো জানিয়েছে, মেসি আর্জেন্টাইন সাংবাদিক সোফিয়া মার্তিনেজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যার ফলে আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে মেসির বিয়েও এখন ভাঙার পথে।

মেসি ও রোকুজ্জো
ছবি: ইনস্টাগ্রাম

সব মিলিয়ে পারিবারিক জীবনে কঠিন এক সময় পার করছেন ইন্টার মায়ামি তারকা। এ খবর সামনে আসর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্যাব্রিগাসের স্ত্রী দানিয়েলা। তিনি লিখেছেন, ‘এটা কেমন খবর, যার কোনো মানে নেই। এর কোনো কিছুই ঠিক নেই।’

আরও পড়ুন

অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, আর্জেন্টিনাতেও রোকুজ্জোর বাইরে অন্য নারীর সঙ্গে মেসি বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। তারা নাম উল্লেখ না করলেও সে নারী সোফিয়া বলে ধারণা করছে অনেকে।
সোফিয়াও মূলত আলোচনায় এসেছিলেন বিশ্বকাপ ফুটবলের সময়। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় নিয়ে তাঁর ধারাবিবরণী বেশ জনপ্রিয়ও হয়েছিল। সে সময় আর্জেন্টাইনদের হয়ে মেসিকে ধন্যবাদও জানান সোফিয়া। এরপর কিছু দিন আগে মেসির সাক্ষাৎকারও নিয়েছিলেন সোফিয়া। সেসব ঘটনা সামনে এনে অনেকেই এখন দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন।