default-image

জাভির যুক্তরাষ্ট্র–যাত্রার এ সমস্যার বিষয়টি গতকালই বুঝতে পেরেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। তাদের মনে হয়েছিল সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু দল যখন বিমানবন্দরে যায়, বিমানে ওঠার অনুমতি পাননি জাভি। তাঁকে রেখেই বার্সেলোনার খেলোয়াড়, কোচিং স্টাফের বাকি সদস্য এবং কর্মকর্তারা ওড়াল দেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে।

এল মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে লেখা হয়েছে, জাভি সমস্যা মিটিয়ে বিশেষ অনুমতি নিয়ে আগামী পরশু যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিতে পারবেন। সেখানে ইন্টার মায়ামির বিপক্ষে প্রীতি ম্যাচের আগে দলের সর্বশেষ অনুশীলন সেশনে থাকতে পারবেন জাভি।

দলের নতুন দুই খেলোয়াড় লিডস থেকে যাওয়া রাফিনিয়া ও চেলসি থেকে যাওয়া আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের সঙ্গে বার্সেলোনার হয়ে যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছেন এসি মিলান থেকে নাম লেখানো ফ্রাঙ্ক কেসিও। জার্মানির একটি টেলিভিশনকে রবার্ট লেভানডফস্কি আজ বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে সফরে যাওয়া বার্সেলোনা দলের সঙ্গে যোগ দেবেন। সংবাদমাধ্যমের খবর, মায়ামিতেই তাঁর মেডিকেল চেকআপ হবে।

ফুটবল থেকে আরও পড়ুন
মন্তব্য করুন