নেইমারকে রোনালদো–হিংসুকদের গুরুত্ব দিও না

রোনালদো ও নেইমারছবি: টুইটার

সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেই চোটে পড়েছেন। গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না। তাঁর চোট নিয়ে ব্রাজিলে চলছে পক্ষে-বিপক্ষে লড়াই। কেউ নেইমারের পক্ষে, কেউ বিপক্ষে।

নেইমারেরই জাতীয় দল সতীর্থ রাফিনিয়া কিছুদিন আগে বলেছেন, ব্রাজিলিয়ানরা পা ভাঙায় উল্লাস করে যেটা দুঃখজনক। তারকা ফুটবলারদের ওপর মানুষের প্রত্যাশার চাপ কত জোরালো হয় এবং তা মেটাতে না পারলে কেমন সমালোচনা হয়, তা ভালোই জানেন রোনালদো। ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ইনস্টাগ্রামে লেখা খোলা চিঠিতে দাঁড়িয়েছেন নেইমারের পাশে।

আরও পড়ুন

২০০২ বিশ্বকাপজয়ী রোনালদো ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে ছিলেন। ফাইনালে রহস্যজনক অসুস্থতা নিয়ে মাঠে নামলেও দলকে সহায়তা করতে পারেননি, ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে যায় ব্রাজিল। এ নিয়ে প্রচুর সমালোচনা শুনতে হয়েছে রোনালদোকে! সেসব সময় পেছনে ফেলে পরের বিশ্বকাপে ঠিকই ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিলেন ‘ফেনোমেনন’। ক্যারিয়ারে ইনজুরি নিয়ে লড়াই কীভাবে করতে হয়, সেটাও বেশ ভালো জানা আছে রোনালদোর।

নেইমারকে মনোবল জোগাতে সাবেক এই স্ট্রাইকার চিঠির শুরুটা করেছেন এভাবে, ‘এই খোলা চিঠি আমি অন্য কোনোভাবে শুরু করতে পারতাম না—তুমি দুর্দান্ত নেইমার! জায়ান্ট!’

ইনস্টাগ্রামে নেইমারকে নিয়ে লিখেছেন রোনালদো
ছবি: ইনস্টাগ্রাম

রোনালদো তারপর লেখেন, ‘আমি নিশ্চিত, আমার মতো বেশির ভাগ ব্রাজিলিয়ান তোমাকে ভালোবাসে। তোমার প্রতিভা তোমাকে এতটা উচ্চতায় নিয়ে গেছে বিশ্বের আনাচকানাচের মানুষ তোমাকে ভালোবাসে। এটারও কারণ আছে। যে খ্যাতি তুমি পেয়েছ, যে উচ্চতায় তুমি উঠেছ, তাতে ঈর্ষা ও নেতিবাচক বিষয়গুলোর সঙ্গেও তো লড়তে হয়। তুমি যেভাবে উঠে এসেছ এবং যে মানের তারকা, তোমার চোটে পড়া উদ্‌যাপন করায় প্রশ্নগুলো করতে ইচ্ছা করছে, আমরা কতটা আধুনিক হতে পেরেছি? এ কেমন পৃথিবী? পরবর্তী প্রজন্মের জন্য আমরা কী রেখে যাচ্ছি?’

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে চোটে পড়েন নেইমার
ছবি: এএফপি

বার্সেলোনা, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ মাতানো রোনালদো তাঁর চিঠি লেখার কারণও স্পষ্ট করে জানিয়েছেন, ‘এসব ধ্বংসাত্মক কথার বিরুদ্ধেই আমার এই চিঠি। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো! গোলের ক্ষুধা আরও বাড়ুক। মাঠ ও মাঠের বাইরে তুমি যেসব ভালো কাজ কর, সেসব মানুষের ঈর্ষার চেয়ে অনেক গুণে ভালো। কখনো ভুলো না বিশ্ব ফুটবলে তুমি কোথায় আছ। ব্রাজিল তোমাকে ভালোবাসে! তোমার গোল, ড্রিবল, সাহসিকতা ও খেলায় আনন্দ—এসব দেখতে চায় ব্রাজিলের সত্যিকারের সমর্থকেরা। কাপুরুষ ও হিংসুকদের এত গুরুত্ব দিও না। দেশের মানুষের ভালোবাসা উপভোগ কর। তুমি ঘুরে দাঁড়াবেই।’ রোনালদো চিঠির শেষ অনুচ্ছেদে লিখেছেন, ‘এই চিঠি যাঁরা পড়েছেন সবাইকে অনুরোধ করছি নেইমার, দানিলো ও ব্রাজিল জাতীয় দলের প্রতি ইতিবাচক বার্তা পাঠান।’

আরও পড়ুন

সার্বিয়ার বিপক্ষে নেইমারের পাশাপাশি দানিলোও চোট পড়েন। সুইজারল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে নেইমার ও দানিলোর জায়গায় খেলতে পারেন রদ্রিগো ও এদের মিলিতাও।