মেসিকে কবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে, জানালেন লাপোর্তা

ন্যু ক্যাম্প থেকে মেসিকে আনুষ্ঠানিক বিদায় দিতে চায় বার্সাছবি: টুইটার

লিওনেল মেসির বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে কম জল ঘোলা হয়নি। মেসি নিজেও চেয়েছিলেন ফিরতে, তাঁকে চেয়েছিল বার্সাও। তবে দলবদলে তো আর চাইলেও সবকিছু সম্ভব নয়। বিশেষ করে বার্সার মতো দলের, যাদের আর্থিক অবস্থা বর্তমানে খুব একটা ভালো নয়। তাই নানা জটিলতায় মেসির আর বার্সায় ফেরা হয়নি।

পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষে মেসি যোগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। মেসির বার্সায় ফেরা না হলেও কাতালান ক্লাবটিতে ব্যতিক্রমী প্রত্যাবর্তন হতে পারে।

আরও পড়ুন

ব্যাপারটা তাহলে খোলাসা করা যাক। ন্যু ক্যাম্প থেকে মেসিকে আনুষ্ঠানিক বিদায় দিতে চায় বার্সা। তবে তাঁকে কবে বিদায় দিতে পারে, তা ধোঁয়াশার মধ্যেই ছিল এত দিন। বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা এবার সেই বিষয়ে স্পষ্ট ধারণা দিলেন।

বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা
ছবি: এএফপি

২০২১ সালের আগস্টে অনেকটা বাধ্য হয়েই বার্সেলোনা ছেড়েছিলেন মেসি। সেই সময় তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে ক্লাবের সর্বকালের সেরা ফুটবলারকেও বিদায় বলতে হয়েছে। দলবদলের মৌসুম শেষের এক সপ্তাহ আগে বার্সা মেসিকে জানিয়ে দিয়েছিল, লা লিগায় বেতনসীমা–সংক্রান্ত নীতির কারণে তাঁকে নিবন্ধন করতে পারছে না। মেসির পিএসজিতে যাওয়ার সিদ্ধান্তটা তাই খুব তাড়াহুড়া করেই নিতে হয়েছিল। আনুষ্ঠানিকভাবে তিনি তাই মাঠ থেকে বিদায় পাননি।

আরও পড়ুন

ক্যাম্প ন্যুতে মেসিকে শেষবার বার্সার জার্সিতে খেলতে দেখার পর বিদায় জানানো থেকে বঞ্চিত হয়েছেন ভক্তরাও। ভক্তদের সেই আক্ষেপ দেরিতে হলেও ঘোচাতে চান লাপোর্তা। এ ব্যাপারে কাতালান টেলিভিশন ‘টিভি ৩’-কে বার্সা সভাপতি বলেছেন, ‘বার্সা সব সময়ই ওর (মেসির) ঘর থাকবে। ওকে মাঠ থেকে বিদায় দেওয়ার জন্য তাদের (মেসির প্রতিনিধিদের) সঙ্গে সাক্ষাৎ করেছি। স্পটিফাই ক্যাম্প ন্যুর শুরুর দিন বিদায়ের জন্য দারুণ হতে পারে।’

লাপোর্তার এ কথায় স্পষ্ট, ২০২৩-২৪ মৌসুমে মেসিকে মাঠ থেকে বিদায়ের কোনো পরিকল্পনা করছে না বার্সেলোনা। কারণ, বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে চলছে সংস্কারকাজ। আগামী মৌসুমে মুন্তজুইকের অলিম্পিক স্টেডিয়ামকে ‘ঘর’ বানাবে ক্লাবটি। সেখানেই খেলবে হোম ম্যাচ। বার্সা ক্যাম্প ন্যুতে ফিরবে ২০২৪-২৫ মৌসুমে, তা–ও ৫০ শতাংশ আসন ঠিক করে। ২০২৫-২৬ মৌসুমে সংস্কারকাজ শেষ হওয়ার কথা।

মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর বার্সার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘বার্সার পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবটি দেওয়া হয়েছিল মেসিকে বার্সার জার্সিতে ফেরানোর জন্যই। সভাপতি লাপোর্তা বুঝতে পারছেন পুরো বিষয়টি। তিনি একটি কম গুরুত্বপূর্ণ লিগে, পাদপ্রদীপের আলোর বাইরে গিয়ে মেসির খেলার সিদ্ধান্তকে সম্মান করেন। সাম্প্রতিক মৌসুমগুলোয় মেসিকে অনেক চাপের মধ্যে খেলতে হয়েছে...!’

‘টিভি ৩’-কেও লাপোর্তা মেসির মায়ামিতে যোগ দেওয়ার পেছনে ওই একই কারণ দেখিয়েছেন, ‘মেসি বার্সায় ফিরতে চেয়েছিল। পিএসজিতে সে খুবই বাজে সময় কাটিয়েছে। তার বাবা আমাকে জানিয়েছে, সে আর ওই চাপ নিতে চায়নি। আমরা তাকে সম্মান করি। মায়ামি–যাত্রার জন্য শুভকামনা।’

আরও পড়ুন