ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় গার্দিওলার সঙ্গে দুই ইতালিয়ান

বর্ষসেরা কোচের জন্য মনোনীত হয়েছেন (বাঁ থেকে) গার্দিওলা, স্পালেত্তি ও ইনজাগিফিফা

ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো পেপ গার্দিওলা। তাঁর সঙ্গে লড়াইয়ে আছেন দুই ইতালিয়ান সিমোনে ইনজাগি ও লুসিয়ানো স্পালেত্তি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ নিজেদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে।

লন্ডনে আগামী ১৫ জানুয়ারি ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সেরা কোচ নির্বাচনে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে এ বছরের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।

ফিফার বিশেষজ্ঞ প্যানেল প্রথমে পাঁচ জনের তালিকা দিয়েছিল। জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফুটবল সাংবাদিক ও সমর্থকদের ভোটের পর সেই তালিকা থেকে বাদ পড়েছেন জাভি হার্নান্দেজ ও অ্যাঞ্জে পোস্তেকোগলু।

গার্দিওলার কোচিংয়ে গত মৌসুমে ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি
এএফপি

২০১৬ সাল থেকে বর্ষসেরা কোচের পুরস্কার দিয়ে আসছে ফিফা। গার্দিওলা এ নিয়ে চতুর্থবার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন। তবে আগের তিনবারের একবারও বিজয়ী হতে পারেননি। আর ইনজাগি ও স্পালেত্তি ঠাঁই পেলেন প্রথমবার।

কোচিং ক্যারিয়ারের শুরু থেকে অসাধারণ সব সাফল্য পেয়ে আসছেন গার্দিওলা। সেই ধারায় গত মৌসুমে তিনি গড়েন অনন্য কীর্তি। ইতিহাসের প্রথম কোচ হিসেবে দুইবার জেতেন ট্রেবল। প্রথমবার তিনি ট্রেবল জয়ের স্বাদ পেয়েছিলেন ২০০৯ সালে বার্সেলোনার হয়ে। আর দ্বিতীয়বার পেয়েছেন ম্যানচেস্টার সিটির ডাগআউটে থেকে। বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে তাই গার্দিওলারই এগিয়ে থাকার কথা।

আরও পড়ুন

ইনজাগি ও স্পালেত্তিকেও খুব বেশি পিছিয়ে রাখার সুযোগ নেই। ইনজাগির ইন্টার মিলান গত মৌসুমে ইতালিয়ান কাপ ও সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। তাঁর কোচিংয়েই ১৩ বছর পর উঠেছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। শেষ পর্যন্ত সিটির বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হলেও দলটির খেলার ধরন সবার নজর কাড়ে।

ইনজাগির কোচিংয়ে গত মৌসুমে দুটি ঘরোয়া শিরোপা জিতেছে ইন্টার মিলান
এএফপি

আর স্পালেত্তি তো নাপোলি ইতিহাসের বড় অংশই হয়ে গেছেন। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ক্লাবকে ৩৩ বছর পর ইতালিয়ান সিরি ‘আ’-এর শিরোপা এনে দিয়েছেন তিনি।

৩৩ বছরের আক্ষেপ ঘোচাতে ৩১ কোচ বদলাতে হয়েছে নাপোলিকে। এ সময়ে ক্লদিও রানিয়েরি, মার্সেলো লিপ্পি, জিয়ান পিয়েরো ভেনতুরা, মরিসিও সারি, রাফায়েল বেনিতেজ, এমনকি কার্লো আনচেলত্তির হাতে দায়িত্ব সঁপে দিয়েছিল ক্লাবটি। কিন্তু কেউই চূড়ান্ত সাফল্য এনে দিতে পারেননি। অবশেষে দলটি ইতালিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে স্পালেত্তির সৌজন্যে। এখানেই শেষ নয়। স্পালেত্তির হাত ধরে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও উঠেছিল নাপোলি।

স্পালেত্তির সৌজন্যে ৩৩ বছরের আক্ষেপ ঘুচেছে নাপোলির
সিরি ‘আ’ ওয়েবসাইট

এর আগে গতকাল বর্ষসেরা গোলরক্ষকের জন্য মনোনীত তিনজনের নাম ঘোষণা করেছে ফিফা। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির এদেরসন, রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া এবং আল হিলালের ইয়াসিন বুনু।