মেসি সম্পর্কে এই ১০টি তথ্য আপনি জানতেন কি
আজ লিওনেল মেসির জন্মদিন। আর্জেন্টাইন মহাতারকার জন্মদিনে তাঁকে নিয়ে ১০টি চমকপ্রদ তথ্য—জন্ম থেকে বন্ধুত্ব, ইতিহাস গড়া রেকর্ড থেকে পারিবারিক শিকড় পর্যন্ত সবই আছে এখানে।
১. মেসি আর চে গুয়েভারা
লিওনেল মেসির জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে। এ শহরেই জন্মেছিলেন কিংবদন্তি বিপ্লবী চে গুয়েভারাও। শুধু একই শহরে নয়, দুজনের জন্মমাসও এক—জুন। মেসির জন্ম ১৯৮৭ সালের ২৪ জুন আর চে গুয়েভারার জন্ম ১৯২৮ সালের ১৪ জুন।
২. ইতিহাসের সর্বোচ্চ লাইক পাওয়া পোস্ট
ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্টটি মেসির। ২০২২ বিশ্বকাপ জয়ের পর কাতারের লুসাইল স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে উদ্যাপনের ছবিটি এখন পর্যন্ত সাত কোটির বেশি লাইক পেয়েছে। এটি শুধু ইনস্টাগ্রাম নয়, সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বকালের সবচেয়ে লাইক পাওয়া পোস্ট।
৩. বন্ধু আমার
ছেলেবেলা থেকেই বন্ধুত্ব মেসি ও আগুয়েরোর। পরে সেই বন্ধুত্ব গড়িয়েছে পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্কে। আগুয়েরোর ছেলে বেঞ্জামিনের গডফাদার মেসি। কেআরইউ ইস্পোর্টস নামের একটি ইস্পোর্টস প্রতিষ্ঠানের যৌথ মালিকও তাঁরা। ২০২২ বিশ্বকাপ ফাইনালের আগে কাতারে গিয়ে দলের সঙ্গে না থেকেও মেসির রুমেই উঠেছিলেন আগুয়েরো।
৪. গায়কের নামে নাম
বিখ্যাত মার্কিন গায়ক লায়োনেল রিচির নামেই রাখা হয় লিওনেল মেসির নাম। মেসির মা সেলিয়া কুচিত্তিনি ছিলেন রিচির বড় ভক্ত। ইংরেজি লায়োনেল (Lionel) আর্জেন্টিনায় এসে হয়ে গেছে লিওনেল (Lionel)—স্প্যানিশ উচ্চারণে।
৫. যেখানে মেসি, সেখানেই…
সবচেয়ে বেশি ম্যাচে মেসির সতীর্থ ছিলেন সের্হিও বুসকেতস। বার্সেলোনা ও ইন্টার মায়ামির হয়ে দুজনে একসঙ্গে খেলেছেন ৬২১ ম্যাচ।
৬. ইতালিয়ান শিকড়
মেসির বাবা ও মায়ের পূর্বপুরুষেরা ছিলেন ইতালির মারকে অঞ্চলের বাসিন্দা। সেই সূত্রে তাঁকে দেওয়া হয়েছে সম্মানসূচক ইতালিয়ান নাগরিকত্ব। তবে এ নাগরিকত্ব পূর্ণাঙ্গ নয়, ফলে ইতালিতে ভোটাধিকার বা অন্যান্য নাগরিক সুবিধা নেই তাঁর।
৭. মেসির আইডল
ছেলেবেলায় মেসির ফুটবল আইডল ছিলেন পাবলো আইমার। আর্জেন্টিনার সাবেক এই মিডফিল্ডার ২০০৪ সালে এক ম্যাচের পর মেসিকে নিজের জার্সি উপহার দেন। সেই জার্সি এখনো আছে মেসির কাছে। ২০২২ বিশ্বকাপে আইমার ছিলেন আর্জেন্টিনার সহকারী কোচ।
৮. মেসির ‘ভাই’ কিরকিচ
বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড বোয়ান কিরকিচ মেসির চতুর্থ প্রজন্মের চাচাতো ভাই। তাঁদের পূর্বপুরুষ মারিয়ানো পেরেজ মিরালেস ও তেরেসা ইয়োবেরা মিনগেট ১৮৪৬ সালে স্পেনের কাতালোনিয়ায় বিয়ে করেন। তাঁদেরই বংশধর মেসি ও কিরকিচ।
৯. একাই ৭ শতাংশ গোল
মেসি বার্সেলোনায় খেলেছেন ১৭ বছর। এ সময়ে ক্লাবটির মোট ৯,৩২২ গোলের মধ্যে মেসিরই ছিল ৬৭২টি। অর্থাৎ বার্সার ইতিহাসের ৭.২ শতাংশ গোল একাই করেছেন মেসি!
১০. চ্যাম্পিয়নস লিগে ৮ হ্যাটট্রিক
চ্যাম্পিয়নস লিগে মেসির হ্যাটট্রিক আটটি। রাউল, অঁরি, রুনি, সালাহ, ইব্রা, রোনালদো (ব্রাজিলিয়ান), লুকাকু, মুলার, সুয়ারেজ, কাভানি, দিয়েগো কস্তা, ক্রেসপো, হিগুয়েইন, মোরাতা, গ্রিজমান, সানে, ইম্মোবিলে, তোরেস, ভিয়েরি ও ফোরলান—এই সব তারকার সম্মিলিত হ্যাটট্রিকের সংখ্যাও মেসির চেয়ে কম।