গরমের আতঙ্ক নিয়ে আগামীকাল শুরু হচ্ছে মেয়েদের ফুটবল লিগ

আগামীকাল শুরু হচ্ছে মেয়েদের ফুটবল লিগবাফুফে

ব্যাপারটা বাফুফের জন্য ছিল বড় ধাক্কা। মেয়েদের ফুটবল লিগ শুরুর ঠিক আগে পৃষ্ঠপোষকতা থেকে সরে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। অথচ কয়েক বছর ধরে এই বসুন্ধরাই বাফুফের সবচেয়ে বড় সহযোগী। প্রিমিয়ার ফুটবল লিগ থেকে শুরু করে, বিভিন্ন স্তরের লিগ ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক তারা। মাত্র তিন দিন আগে বাফুফের কাছে চিঠি দিয়ে বসুন্ধরা জানিয়ে দেয়, এবারের মেয়েদের লিগে পৃষ্ঠপোষক হিসেবে থাকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বাফুফেও অবশ্য পাল্টা চিঠি দিয়ে তাদের সিদ্ধান্ত বদলের অনুরোধ জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাতে কোনো উত্তর মেলেনি।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া মেয়েদের ফুটবল লিগে অবশ্য শেষ মুহূর্তে পৃষ্ঠপোষক হিসেবে বাফুফে খুঁজে পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে (ইউসিবি)। আজ বাফুফে ভবনে মেয়েদের ফুটবল লিগ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে ইউসিবিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। মেয়েদের ফুটবল লিগ নিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অনাগ্রহের মধ্যে ইউসিবির এগিয়ে আসাটা বাফুফের জন্য বড় এক স্বস্তিই।

আরও পড়ুন

গত তিনবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবারের লিগ থেকে আগেই সরে গেছে। আবাহনী–মোহামেডানের মতো ক্লাবগুলো তো নেই–ই, ৯টি দল নিয়ে আয়োজিত হচ্ছে এবারের নারী ফুটবল লিগ। দলগুলো হচ্ছে বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং, ঢাকা রেঞ্জার্স, নাসরিন স্পোর্টস একাডেমি, আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ, উত্তরা ফুটবল ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ, জামালপুর কাচারিপাড়া একাদশ ও সদ্য পুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব।

কাল আর্মি স্পোর্টস ক্লাব ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের নারী ফুটবল লিগ। ম্যাচটি হবে বিকেল পৌনে ৪টায়, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। লিগের সব ম্যাচই হবে এই মাঠে। দুটি সময়ে খেলাগুলো হবে। বিকেল পৌনে ৪টার পাশাপাশি ম্যাচের আরও একটি সময় সকাল সাড়ে ৯টা।

বাফুফে ভবনে মেয়েদের ফুটবল লিগ নিয়ে আয়োজিত হয়েছে সংবাদ সম্মেলনে
বাফুফে

প্রচণ্ড দাবদাহে কমলাপুর স্টেডিয়ামের সিনথেটিক ট্র্যাক রীতিমতো অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে—এই অভিযোগ এসেছে অনেকবার। বিশেষ করে সদ্য শেষ হওয়া বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) দলগুলো এই অভিযোগ করেছে। খেলোয়াড়দের ভাষায়, গরমে এই মাঠে খেলাটা রীতিমতো শাস্তির মতো।

মেয়েদের ফুটবল লিগের ম্যাচগুলো বিকেলের পর বা সন্ধ্যায় কেন আয়োজন করা হচ্ছে না, এই প্রশ্নও উঠেছিল সংবাদ সম্মেলনে। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরনের কথা, ‘সন্ধ্যায় ফ্লাডলাইটে খেলা আয়োজন করলে জাতীয় ক্রীড়া পরিষদকে ম্যাচপ্রতি গড়ে ১৩ হাজার টাকা করে ভাড়া দিতে হবে। এত টাকা আমাদের নেই। সে কারণেই ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ফ্লাডলাইটে ম্যাচ আয়োজন করতে পারছি না।’

আরও পড়ুন

এবারের মেয়েদের লিগে শিরোপাজয়ী দলকে দেওয়া হবে ৫ লাখ টাকা। রানার্সআপ দলকে ৩ লাখ টাকা। বাফুফে থেকে প্রতিটি ক্লাবকেই ৫০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে অংশগ্রহণ বাবদ।

এদিকে এবারের লিগে সবচেয়ে শক্তিশালী দল গড়ে সবাইকে চমকে দিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। সাবিনা খাতুন, সানজিদা আক্তার, মারিয়া মান্দাসহ জাতীয় নারী দলের ১৫ জন ফুটবলারকে দলে ভিড়িয়েছে তারা। কাগজে–কলমে দ্বিতীয় সেরা দল আতাউর রহমান ভূঁইয়া কলেজ ক্লাব। তাদেরও কয়েকজন জাতীয় দলের ফুটবলার আছে।