বায়ার্নের বিপক্ষে মেসির চেয়ে রোনালদো ভালো

হারের হতাশায় মুষড়ে পড়া মেসিকে টেনে তুলছেন টমাস মুলারছবি: টুইটার

বায়ার্ন মিউনিখের সঙ্গে ভালো খেলেননি লিওনেল মেসি। তিনি জার্মান এই প্রতিপক্ষের সঙ্গে ভালো খেলতে পারেন না—চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে পিএসজিকে বিদায় নেওয়ার পর এমন কথাই প্রতিষ্ঠা পেতে চলেছে। বায়ার্ন তারকা টমাস মুলার ম্যাচ শেষে কিছুটা তাচ্ছিল্যের সঙ্গেই বলেছেন, ‘মেসির বিপক্ষে সবকিছুই আমাদের পক্ষে থাকে। এমনকি ম্যাচের ফলও।’

আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পিএসজি ও বায়ার্ন লড়াই নিশ্চিত হওয়ার পর থেকেই শঙ্কা ছিল পিএসজি সমর্থকদের মনে—সেটি বায়ার্নের বিপক্ষে মেসির রেকর্ড দেখেই। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে আর্জেন্টাইন তারকা বায়ার্নের বিপক্ষে নতুন ইতিহাস তৈরি করবেন—এমন সম্ভাবনাও তো ছিল। সমর্থকদেরও প্রত্যাশা ছিল তেমনই। কিন্তু দুই লেগ মিলিয়ে মেসি সেই সম্ভাবনা একবারের জন্য বাস্তবে রূপ দিতে পারেননি। তিনিও বাজে খেলেছেন, তাঁর দল পিএসজিও শেষ ষোলোর বাধা পেরোতে পারেননি।

বায়ার্নের বিপক্ষে মেসির রেকর্ড যথেষ্টই নেতিবাচক। জার্মান দলটির সঙ্গে ৯ ম্যাচ খেলে মেসির দল জিতেছে মাত্র ২টিতে। হেরেছে ৬টিতে। ড্র হয়েছে একটি। ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে বার্সেলোনার সেই ৮ গোলের হারের দুঃসহ স্মৃতি তো জ্বলজ্বলে মেসির।

মুলারের কথাগুলো যেন কাটা ঘায়ে নুনের ছিটা। ম্যাচ শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও যে ছবিটা মুলার দিয়েছে, সেটিতেও তাচ্ছিল্যের একটা ব্যাপার আছে। ছবিটা এমন, ম্যাচে মেসি মাটিতে বসে আছেন। মুলার হাত ধরে তাঁকে টেনে তুলছেন। ছবিটার মধ্যেই মেসির অসহায়ত্ব ফুটে উঠছে।

আরও পড়ুন
আরও পড়ুন

মেসিকে আরও এক জায়গায় খোঁচা দিয়েছেন মুলার। তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা টেনেছেন। বায়ার্ন মিউনিখের সঙ্গে ম্যাচের। জার্মান তারকার বলেছেন, ‘মেসির তুলনায় বরং রোনালদো আমাদের (বায়ার্নের) সমস্যা হয়ে দেখা দিয়েছিল। সে যখন রিয়াল মাদ্রিদে খেলত, তখন তাঁকে নিয়ে আমরা বেশি চিন্তিত থাকতাম।’

পর্তুগিজ তারকার রেকর্ডও কিন্তু সেটিই বলছে।  তিনি বায়ার্নের বিপক্ষে ৮ ম্যাচ খেলে জিতেছেন ৫টিতে। ড্র হয়েছে ১টি ম্যাচ। হেরেছেন দুটিতে। তবে বায়ার্নের বিপক্ষে যা–ই পারফরম্যান্স হোক, খেলোয়াড় মেসি, বিশ্বকাপজয়ী মেসির প্রতি অগাধ শ্রদ্ধা জার্মান তারকার, ‘বিশ্বকাপে মেসি যে খেলা খেলেছে, সেটির প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধাই আছে।’