মেসির দিকে সারাক্ষণ তাকিয়ে থাকতেন এই বার্সা তারকা

বার্সায় যখন একসঙ্গে খেলতেন মেসি ও পেদ্রিএক্স

‘আমি চেয়ে চেয়ে দেখি সারা দিন/ আজ ওই চোখে সাগরের নীল।’ শ্যামল মিত্রের এই গান বার্সেলোনার তরুণ তুর্কি পেদ্রির শোনার কথা নয়। তবে গানের এই লাইনগুলোতে যে অনুভূতির কথা বলা হয়েছে, সেই একই অনুভূতির মধ্য দিয়ে গেছেন স্প্যানিশ এই মিডফিল্ডারও।

প্রেমিকা বা পছন্দের কোনো নারীকে দেখে নয়। পেদ্রি চেয়ে চেয়ে দেখার এমন অনুভূতির মধ্য দিয়ে গেছেন মূলত লিওনেল মেসিকে দেখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্সায় এসে লিওনেল মেসিকে প্রথম দেখার এবং তাঁর সঙ্গে খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন পেদ্রি। এ সময় তিনি মেসিকে ইতিহাসের সেরা বলেও দাবি করেছেন।

আরও পড়ুন

২০২০ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সায় আসেন পেদ্রি। কাতালান ক্লাবটির হয়ে শুরু থেকেই নিজেকে প্রমাণ করেন তখনো কৈশোর না পেরোনো এই মিডফিল্ডার। পেদ্রি যখন বার্সায় আসেন, তখন ক্যাম্প ন্যুর ক্লাবটি পুরোপুরি মেসিময়। ক্লাবে আসার পর পেদ্রিও আক্রান্ত হন মেসি–জ্বরে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসিকে ইতিহাসের সেরা দাবি করে পেদ্রি বলেছেন, ‘মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। আমি তাকে অনুশীলনে তাকিয়ে তাকিয়ে দেখতাম আর বলতাম, “আমি এখানে তার সঙ্গে কী করছি।” আমি সারাক্ষণ তাকিয়ে থাকতাম। আমি যখন বার্সায় আসি প্রথম যে মানুষটিকে আমি ড্রেসিংরুমে দেখি, সে ছিল মেসি। তার এমনই দ্যুতি ছিল।’

বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি
ছবি: এএফপি

মেসির পাশাপাশি পেদ্রি কথা বলেছেন সাবেক অধিনায়ক জেরার্ড পিকেকে নিয়েও, ‘পিকে অনুশীলনে উদ্যমী ছিল না। কিন্তু ম্যাচে ছিল দুর্দান্ত। অনুশীলনে আমি তাকে সাত–আটবার ড্রিবল করতে পারতাম।’

আরও পড়ুন

এ সময় রবার্ট লেভানডফস্কি অবসরে গেলে তাঁর বিকল্প হিসেবে বার্সায় কে আসতে পারেন, তা নিয়েও কথা বলেছেন পেদ্রি, ‘বয়স যদি ১৯ কিংবা ২২ বছর হতো আমি মেসিকেই দলে টানতাম। কিন্তু এ মুহূর্তে আমি হলান্ডকে দলে নিতে চাই। সে সাইবর্গ (কাল্পনিক সুপারহিরো) এবং প্রচুর গোল করতে পারে।’