দিন শেষে দেশের জন্য জয়টাই লাগবে আমাদের—সিঙ্গাপুর ম্যাচের আগে জামাল

সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াবাফুফে

ভারতের সঙ্গে ড্র করার পর থেকেই সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনা। এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচেে আগামীকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। ঘরের মাঠের ম্যাচটা নিয়ে বাংলাদেশ কিছুটা নির্ভারই বলা চলে। তবে সিঙ্গাপুর ম্যাচ ঘিরে যে উত্তাপ-উন্মাদনা, সেটা বিপদ ডেকে আনে কি না, কে জানে! বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া অবশ্য চাপ অনুভব করলেও মাথায় নিচ্ছেন না।

আজ রাজধানীর একটি হোটেলে ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘দশজন মানুষ থাকলে যে চাপ, ২০ হাজার মানুষ থাকলেও একই চাপ থাকবে। আমাদের কাজ পারফর্ম করা।’

কতজন মানুষ ম্যাচটা দেখবে, সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। দিন শেষে দেশের জন্য জয়টাই লাগবে আমাদের। হ্যাঁ, এটা ঠিক, চাপ এবং এই উত্তেজনাটা আমরা অনুভব করি। কিন্তু খেলার সময় আমাদের চিন্তা থাকবে কীভাবে ম্যাচটা জেতা যায়।
জামাল ভূঁইয়া, বাংলাদেশ অধিনায়ক
সিঙ্গাপুরের ডিফেন্ডার আমিরুল আদলির সঙ্গে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া
বাফুফে

একদিকে হামজা-শমিতদের আগমনে ফুটবলে দিনবদলের হাওয়া। আরেক দিকে প্রায় ৫৫ মাস পর জাতীয় স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ। সব মিলিয়ে সিঙ্গাপুর ম্যাচটা কদিন ধরেই মানুষের আগ্রহের কেন্দ্রে। যার প্রভাব ম্যাচের টিকিটেও কমবেশি পড়ে। রাতারাতি ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি হয়ে যায়। এখনো অনেকে ফুটবলপ্রেমী টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন। যাঁরা ঢাকায় খেলা দেখতে পারবেন না, তাঁদের জন্য দেশের বিভিন্ন বিভাগীয় শহরে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা থাকবে। এমন একটা ম্যাচ নিয়ে সাধারণত স্বাগতিক ফুটবলারদের চাপ অনুভব করাই স্বাভাবিক। জামাল সেটা মানলেও মাঠে তাঁর কাছে জয়টাই মুখ্য, ‘কতজন মানুষ ম্যাচটা দেখবে, সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। দিন শেষে দেশের জন্য জয়টাই লাগবে আমাদের। হ্যাঁ, এটা ঠিক, চাপ এবং এই উত্তেজনাটা আমরা অনুভব করি। কিন্তু খেলার সময় আমাদের চিন্তা থাকবে কীভাবে ম্যাচটা জেতা যায়।’

আরও পড়ুন

সিঙ্গাপুরের শক্তিশালী দিক সেটপিচ এবং বিল্ডআপ ফুটবল। সেটি মাথায় রেখে নিজেদের তৈরি করছে বাংলাদেশ। তবে কালকের ম্যাচে আগে গোল পাওয়ার কথাও ভাবছেন বাংলাদেশ দলনেতা, ‘আমরা যদি এক গোল আগে দিতে পারি ভালো হবে। এটাও ঠিক আমাদের কিন্তু ক্লিনশিটও ধরে রাখতে হবে। যেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। তবে ফুটবলে জয়টাই মুখ্য। আপনি তিন গোলে জেতেন বা এক গোলে দিনশেষে পয়েন্ট পাওয়াই সবকিছু। আমাদেরও লক্ষ্য, তিন পয়েন্ট তুলে নেওয়া।’

প্রস্তুতি ম্যাচে ভুটানকে ২–০ গোলে হারিয়েছে বাংলাদেশ
শামসুল হক

বাংলাদেশের প্রস্তুতিতে অবশ্য ঘাটতি নেই। ৪ জুন ঢাকায় ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছিল তাঁরা। সেই ম্যাচের ধারাবাহিকতা সিঙ্গাপুর ম্যাচেও বজায় রাখতে চায় স্বাগতিকেরা। যেমনটা জামালও বললেন, ‘প্রায় ৯ দিন ধরে আমাদের ক্যাম্প চলছে। এরপরও আমি বলল সবকিছু ঠিকঠাক। আমাদের প্রস্তুতি ভালো। ভারত ম্যাচের পর থেকেই সবাই এই ম্যাচটা নিয়ে কথা বলছে। আমরাও আগামীকালের অপেক্ষায়। তিন পয়েন্টের জন্য পুরো দল লড়াই করতে প্রস্তুত।’

আরও পড়ুন