মেয়েদের কোচের পরিকল্পনায় বাফুফের ‘না’

অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়েরাফাইল ছবি

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটুর ইচ্ছাটা পূরণ হচ্ছে না। সেপ্টেম্বরে এশিয়ান গেমসের আগে প্রস্তুতি হিসেবে ছেলেদের বয়সভিত্তিক দলের সঙ্গে দুটি ম্যাচ খেলতে চেয়েছিলেন তিনি। বাফুফে তাতে ‘না’ করে দিয়েছে। এর বদলে নিজেদের মধ্যে ম্যাচ খেলে এশিয়াডের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন

বাফুফের নারী ফুটবলের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজ প্রথম আলোকে বলেছেন, ‘ছেলেদের সঙ্গে মেয়েদের কোনো প্রস্তুতি ম্যাচ হচ্ছে না। মেয়েরাই নিজেদের মধ্যে ম্যাচ খেলে এশিয়াডের জন্য প্রস্তুতি নেবে।’

নারী ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটু
ছবি: প্রথম আলো

এশিয়ান গেমসে এই প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল। চীনের হাংজুতে অনুষ্ঠেয় এশিয়াড ফুটবলে বাংলাদেশের গ্রুপে আছে জাপান, ভিয়েতনাম ও নেপাল। এশিয়াড সামনে রেখে ১ আগস্ট থেকে নারী ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে। মূল প্রতিযোগিতায় জাপান, ভিয়েতনামের মতো শক্তিশালী দল থাকাতেই ছেলেদের দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন নারী দলের কোচ।

আরও পড়ুন

তবে তিনি নিজেও নিশ্চিত ছিলেন না তাঁর ইচ্ছা পূরণ হবে কি না, সে ব্যাপারে, ‘মূলত ফিটনেস ও সহ্যক্ষমতা বাড়াতেই ছেলেদের সঙ্গে খেলতে চাচ্ছি। সবচেয়ে ভালো হতো যদি শক্তিশালী কোনো বিদেশি দলের বিপক্ষে খেলার সুযোগ পেতাম। তবে ছেলেদের অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে খেলাও যেতে পারে। তবে ওদের পাব কি না, সেটা বলতে পারছি না।’