ওনানার ভুলে ভরা রাতে জয়বঞ্চিত ম্যানচেস্টার ইউনাইটেড

জোড়া ভুল করেছেন ওনানারয়টার্স

আন্দ্রে ওনানার জন্য রাতটা এর চেয়ে বাজে হতে পারত না। এককথায় ভুলে ভরা এক রাত। লিওঁর বিপক্ষে তাঁর জোড়া ভুলের কারণেই ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগ জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ২–২ গোলে ম্যাচটি ড্র হয়।

শুধু ওনানার ভুলের কারণেই নয়, শেষ মুহূর্তের নাটকীয়তার কারণেও ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। ড্র হতে যাওয়া ম্যাচে ৮৮ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। এরপর ওনানার দ্বিতীয় ভুলে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে জয়বঞ্চিত হয় ইউনাইটেড।

লিওঁর মাঠে ওনানা প্রথম ভুলটি করেন ম্যাচের ২৫ মিনিটে। থিয়াগো আলমাদার ফ্রি–কিক ঠেকাতে না পারার কোনো কারণই ছিল না। কিন্তু হাতের কাছে থাকা বলটি আশ্চর্যজনকভাবে মিস করেন ওনানা।

আরও পড়ুন

বল জড়ায় জালে আর ইউনাইটেড পিছিয়ে পড়ে ১–০ গোলে। গোলরক্ষকের ভুলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে এসেছিল ইউনাইটেড। প্রথমার্ধের যোগ করা সময়ে লেনি ইউরো এবং নির্ধারিত সময়ের শেষ দিকে গোল করেন জশুয়া জিরকজি।

ম্যাচ শেষে হতাশ ওনানা
রয়টার্স

কিন্তু ২–১ গোলের লিড নিয়েও শেষ রক্ষা হয়নি। ওনানার দ্বিতীয় ভুল শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে দেয়নি ইউনাইটেডকে। বক্সের ভেতর গিওর্গে মিকাউতাদজের নেওয়া প্রথম শটটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন ওনানা। আর ইউনাইেটড গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলটি ফিরতি শটে জালে জড়ান রায়ান চেরকি। আর গোলেই শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইউনাইটেডকে।

ওনানার ভুল নিয়ে ইউনাইটেড কোচ রুবেন আমোরিম ম্যাচ শেষে বলেছেন, ‘এ মুহূর্তে আমি এমন কিছু আন্দ্রেকে (ওনানা) বলতে পারব না যা তার উপকার করবে। ফলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাভাবিক থাকা। আর সময় হলে আমি ম্যাচের জন্য সেরা একাদশই বাছাই করব। তবে আন্দ্রের ওপর আমার বিশ্বাস আছে।’

আরও পড়ুন

কোচকে পাশে পেলেও সমালোচক ও সমর্থকদের তোপের মুখে পড়েছেন ওনানা। বিবিসি রেডিও ফাইভের লাইভে সাবেক ইংলিশ মিডফিল্ডার অ্যারন লেনন বলেছেন, ‘ওনানার সতীর্থরা ফুঁসবে। এই দুটো বড় ভুল। আমার মত হচ্ছে, দুটি গোলই তার বাঁচানো উচিত ছিল। আজ তার ভুলেই ইউনাইটেড হেরেছে।’

ফিরতি লেগ ১৭ এপ্রিল ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে।