রিয়ালের জয়ের রাতে রাউলকে ছাড়িয়ে গেলেন বেনজেমা

করিম বেনজেমা এখন লা লিগায় রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতারয়টার্স

প্রতিপক্ষ যখন পয়েন্ট তালিকার ২০ নম্বর দল, জয়টা তখন প্রত্যাশিতই। বরং এ ধরনের ম্যাচে সমর্থকদের অপেক্ষা থাকে জয় কতটা আয়েশে আসে, কত বেশি দাপুটে ফুটবলের দেখা মেলে।

লা লিগার তলানিতে থাকা এলচের বিপক্ষে রিয়াল মাদ্রিদ সেই প্রত্যাশিত জয়টি পেয়েছে ৪-০ ব্যবধানে। দুটি পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। একটি করে মার্কো আসেনসিও এবং লুকা মদরিচরা।

এই জয়ে লা লিগা পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

২১ ম্যাচে বার্সার পয়েন্ট ৫৬, দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের ৪৮।

আরও পড়ুন
ম্যাচের শুরুতে সান্তিয়াগো বার্নাব্যু দর্শকদের সামনে ক্লাব বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেন বেনজেমা
রয়টার্স

বড় ব্যবধানে জয়ের ম্যাচে রাউলকে ছাড়িয়ে রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার খাতায় নাম লিখিয়েছেন বেনজেমা। ৩১ মিনিটে এই ফরাসি ফরোয়ার্ডের হেডে বল রোকোর হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যেটি কাজে লাগিয়ে রিয়াল ক্যারিয়ারে লা লিগায় নিজের ২২৯তম গোলটি করেন বেনজেমা। কিংবদন্তি রাউল ২২৮ গোল করেছিলেন ৫৫০ ম্যাচে (লা লিগায় রিয়ালের হয়ে সর্বোচ্চ গোল ক্রিস্টিয়ানো রোনালদোর- ২৯২ ম্যাচে ৩১১ গোল)।

বেনজেমার গোলটির আগেই অবশ্য ম্যাচের অষ্টম মিনিটে রিয়ালকে প্রথম গোল এনে দেন আসেনসিও।

আরও পড়ুন
এলচেকে সহজেই হারিয়েছে রিয়াল মাদ্রিদ
রয়টার্স

প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন বেনজেমা। এটিও পেনাল্টি থেকে। এলচে ডি বক্সে রদ্রিগো ফাউলের শিকার হলে এই গোলের সুযোগটি আসে।

৩-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে অনেকটাই নির্ভার ছিল রিয়াল। এই সময়ে একটিই গোল আসে। ৮০ মিনিটে কোনাকুনি শটে গোলটি করেন মদরিচ।

লিগে রিয়ালের পরের ম্যাচ শনিবার ওসাসুনার বিপক্ষে।

আরও পড়ুন