জামাল ভূঁইয়াদের সঙ্গে কাজ করবেন নতুন যে তিন বিদেশি

নতুন বিদেশি কোচ পাচ্ছেন জামালরাছবি: বাফুফে

জাতীয় দলের জন্য মাঝে কিছুদিন দেশি কোচিং স্টাফ নিলেও আবার সেই বিদেশি স্টাফেই ফিরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নিয়োগ দিয়েছে তিনজন বিদেশি। প্রধান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে কাজ করবেন তাঁরা।

বাফুফে আজ তিনজনের নাম জানিয়েছে। জাতীয় দলে সহকারী কোচ হিসেবে থাকছেন ডেভিড গোমেজ, গোলকিপার কোচ মিগুয়েল অ্যাঞ্জেল গ্লেসিয়াস আনিদো এবং ফিজিও যোগেশ্বর সেনিথকুমার। শেষেরজন ভারতীয় বংশোদ্ভূত। জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার স্বদেশি এই তিনজন ঢাকা আসবেন দু–এক দিনের মধ্যেই।

আরও পড়ুন

২০২১ সালের সাফ ফুটবলের আগে জেমি ডেকে বিদায়ের পর দেশি কোচিং স্টাফেই আস্থা রাখে বাফুফে। অস্কার ব্রুজোন সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে কোচিং স্টাফে নেন বসুন্ধরা কিংসের সহকারীদের। সাফের পর শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে মারিও লেমোসও আবাহনীতে তাঁর সহকারীদের নিয়ে জাতীয় দলের কোচিং স্টাফের পদগুলো পূরণ করেন।

জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা
ছবি: প্রথম আলো

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার পর বাংলাদেশের সাবেক ফুটবলার হাসান আল মামুনকে জাতীয় দলের সহকারী কোচ করে বাফুফে। গোলরক্ষক কোচ করা হয় জাতীয় দলের সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্যকে। এর আগে থেকেই সহকারী কোচ ছিলেন সাবেক ফুটবলার মাসুদ কায়সারও।

আরও পড়ুন

কিন্তু মাসুদ ফিরে গেছেন ক্লাব কোচিংয়ে। বর্তমানে তিনি প্রিমিয়ার লিগে নবাগত ফর্টিস এফসির কোচ। সম্প্রতি বিপ্লব বাফুফের চাকরি ছেড়ে শেখ জামালের গোলকিপার কোচ হয়েছেন। হাসান আল মামুন অবশ্য জাতীয় দলের সহকারী কোচ হিসেবে আছেন।

জাতীয় দল সূত্রে জানা গেছে, প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বিপ্লব ও মাসুদ কায়সারকে এবারও চেয়েছিলেন। বাফফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিও এই দুজনকে চেয়েছিলেন। কিন্তু জাতীয় দল কমিটি চায়নি বিপ্লবদের। যে কারণে আবার বিদেশি আনা হলো। সর্বশেষ বিদেশি সহকারী কোচ হিসেবে জেমি ডের সঙ্গে কাজ করে গেছেন তাঁরই স্বদেশি স্টুয়ার্ট।

আরও পড়ুন

এ মাসেই সিলেটে দুই অখ্যাত দল ব্রুনেই ও সেশেলসকে নিয়ে তিন জাতি টুর্নামেন্ট আয়োজন করছে বাফুফে। তাতে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করবেন নতুন তিন বিদেশি। জাতীয় দলের ক্যাম্প কোথায়, এখনো ঠিক হয়নি। সৌদি আবরে ক্যাম্প আয়োজনের চেষ্টা চলছে।