মেসিকে রিয়াল বেতিসে চান তাঁর আর্জেন্টিনা দলের সতীর্থ

আলোচনায় মেসির ভবিষ্যৎ গন্তব্যছবি: রয়টার্স

লিওনেল মেসির ভবিষ্যৎ কী বা কোথায় যাবেন তিনি—সাম্প্রতিক সময়ে ফুটবল বিশ্বে এটাই যেন লাখ টাকার প্রশ্ন। মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। প্যারিসের ক্লাবটির সঙ্গে মেসির নতুন চুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। আর্জেন্টাইন মহাতারকার সম্ভাব্য গন্তব্য হিসেবে যে নামগুলো শোনা যাচ্ছে, তার মধ্যে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, সৌদি ক্লাব আল–হিলাল আর এমএলএসের ক্লাব ইন্টার মায়ামি অন্যতম।

স্প্যানিশ পরাশক্তি বার্সায় মেসির প্রত্যাবর্তনে সবচেয়ে বড় বাধাটা আর্থিক। লা লিগার আর্থিক সংগতি নীতি মেনে মেসিকে ফেরানো বার্সেলোনার জন্য বেশ চ্যালেঞ্জিং। তবে মেসি যদি স্পেনে ফিরতেই চান, তাহলে তাঁর জন্য নিজেদের দুয়ার খোলা রাখার কথা জানিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসের আর্জেন্টাইন ফুটবলার জার্মান পাজেল্লা। বেতিসের নাম শুনে অবশ্য মেসি–ভক্তদের চমকে ওঠার কিছু নেই। মেসির ক্লাব বদল নিয়ে তৈরি হওয়া আলোচনার সুযোগ নিয়ে নিজের চাওয়ার কথাটাই শুধু জানিয়েছেন বেতিসের সেন্টারব্যাক পাজেল্লা।

আরও পড়ুন

মেসির সঙ্গে কাতার বিশ্বকাপ জেতা ৩১ বছর বয়সী পাজেল্লা ২০২১ সাল থেকে বেতিসে খেলছেন। লা লিগার পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে থাকা দলটি বর্তমানে সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার দৌড়ে আছে। পাজেল্লা মেসিকে বেতিসে আমন্ত্রণ জানালেও তাঁর এই ক্লাবে ফেরার সম্ভাবনা যে কত কম, তা নিশ্চয়ই জানা আছে তাঁর।

মেসির সঙ্গে আর্জেন্টিনা দলের অনুশীলনে পাজেল্লা
ছবি: ইনস্টাগ্রাম

কিন্তু মানুষ তো আশায় বাঁচে। তাই আশাতেই বুক বাঁধছেন পাজেল্লাও। মেসিকে বেতিসে চাওয়া নিয়ে এই আর্জেন্টাইন বলেন, ‘আর্জেন্টাইন হিসেবে তাকে আমাদের দলে পেলে দারুণ হবে। সতীর্থ হিসেবে সে প্রতিদিন অনুশীলনে আপনাকে চমকে দেবে।’

আরও পড়ুন

মেসিকে বেতিসে খেলার বিষয়টি বিবেচনা করার অনুরোধ রেখে এই আর্জেন্টাইন ফুটবলার বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সে এখানে খুশি থাকবে। সে নিজের পরিবার এবং কাছের মানুষদের সঙ্গে মিলে সিদ্ধান্ত নিতে পারে। বেতিসে আমরা তার জন্য দুয়ার খুলে রেখেছি। আমাদের কোনো সমস্যা নেই। যদি সে আসতে চায়, আমরা তাকে বরণ করে নেব। তার আসা স্পেনের জন্যও গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

বেতিসের আরেক আর্জেন্টাইন তারকা গুইদো রদ্রিগেজও কথা বলেছেন মেসির দলবদল নিয়ে। ২৯ বছর বয়সী এই আর্জেন্টাইন বলেছেন, ‘যখনই তার (মেসি) সঙ্গে আমাদের দেখা হয়, দারুণ সময় কাটে। আর্জেন্টাইনদের জন্য এটা গুরুত্বপূর্ণ। নিজের জন্য যেটা ভালো হয়, সে সেই সিদ্ধান্তই নেবে।’