বার্সেলোনার মূল দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মারা যাওয়ায় শনিবার রাতে বার্সা–ওসাসুনা ম্যাচটি স্থগিত করা হয়। যে কারণে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট পাওয়া বার্সাকে টপকে শীর্ষে ওঠার সুযোগ ছিল আতলেতিকো মাদ্রিদের। কিন্তু আজ তারা হেতাফের কাছে ২-১ গোলে হারায় তেমন কিছু হয়নি।
দিনের আরেক ম্যাচে অবশ্য রায়ো ভায়েকানোর বিপক্ষে ২- ১ গোলে জিতে বার্সাকে ছুঁয়েছে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে এগিয়ে থাকায় বার্সাই আপাতত টেবিলের শীর্ষে থাকল। বার্সার গোল ব্যবধান +৪৭, রিয়ালের +৩১। আজ লস ব্লাঙ্কোসদের হয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। এ জয়ে ২৭ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। আর তিনে থাকা আতলেতিকোর অর্জন ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট।
এদিন হেতাফের মাঠে ৭৫ মিনিটে পেনাল্টি থেকে আতলেতিকোকে এগিয়ে দেন আলেকজান্ডার সরলোথ। কিন্তু ১৩ মিনিটের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হেতাফের মাউরো আরামবাররি। যোগ করা মিনিটে উরুগুয়ের এই মিডফিল্ডারের গোলেই স্কোর ২-১ করে নেয় স্বাগতিকেরা। এরপর আর গোল শোধ করতে পারেনি ওয়ান্ডা মেট্রোপলিটানোর ক্লাব।
এদিকে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩০ থেকে ৩৪—এই চার মিনিটের মাঝে ২ গোল করে ম্যাচের চালকের আসনে বসে রিয়াল। যদিও বিরতিতে যাওয়ার খানিকটা আগে ভায়েকানোর পেদ্রো দিয়াজ গোল ব্যবধান কমান।
পরিসংখ্যানও রিয়ালের পক্ষে ছিল। এই ম্যাচের আগে ঘরের মাঠে ভায়েকানোর সঙ্গে ১৪ ম্যাচ খেলেছিল কার্লো আনচেলত্তির দল। যেখানে ছিল না কোনো হার। ১৪ ম্যাচের ১২টিতেই জেতে রিয়াল। আজকের জয়সহ সেটা বেড়ে হলো ১৩৷
তবে চলমান মৌসুমে রিয়ালের গোল হজমের চিত্রটা সুখকর নয়। এবার সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে ৫১ গোল হজম করল বর্তমান চ্যাম্পিয়নরা।