যে ক্লাসিকোয় বার্সার কাছে ৬৩ গোল খেয়েছে রিয়াল

বার্সার মেয়েদের দলের বিপক্ষে এখনো জিততে পারেনি রিয়াল মাদ্রিদবার্সেলোনা ওয়েবসাইট

ছেলেদের ‘ক্লাসিকো’র ইতিহাস ১০০ বছর পেরিয়ে গেছে। সেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর স্কোরলাইন বেশ ভালো। অফিশিয়াল প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ বিবেচনায় এ পর্যন্ত ১০৫ ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। ১০২ ম্যাচ জিতেছে বার্সেলোনা। ৫২ ম্যাচ ড্র। গোলের হিসাবেও দুই দল বেশ কাছাকাছি। ৪৩৫ গোল রিয়ালের, বার্সার গোল ৪২৮টি। কিন্তু মেয়েদের ক্লাসিকোয় তাকালে রিয়ালের অবস্থা দেখে মায়া লাগতে পারে।

আরও পড়ুন

তবে তার আগে প্রশ্ন জাগতে পারে, হুট করেই কেন ক্লাসিকোর পরিসংখ্যান টেনে আনা। কারণ, গতকাল রাতে কুইনস কাপ সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল রিয়াল ও বার্সার মেয়েদের দল। বার্ষিক এ কাপ প্রতিযোগিতার অন্য নাম কোপা দে লা রেইনা। রিয়ালের মাঠ আলফ্রেদো ডি স্টেফানো স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে বার্সার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা।

রিয়ালের জালে প্রথমার্ধেই চার গোল করেছে বার্সা
বার্সেলোনা ওয়েবসাইট

আশ্চর্যের বিষয় হলো, মেয়েদের ক্লাসিকোয় বার্সার সামনে একবারও দাঁড়াতে পারেনি রিয়াল। যদিও খুব বেশি দিন হয়নি মেয়েদের ক্লাসিকো শুরু হয়েছে। বার্সেলোনা ফেমেনি (মেয়েদের দল) ৩০ বছরের বেশি সময় আগে প্রতিষ্ঠিত হলেও রিয়াল ফেমেনি যাত্রা শুরু করে ২০২০ সালে। এর পর থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ১৭ বারের মুখোমুখিতে প্রতিবারই হেরেছে রিয়াল।

দুই দলের গোলের পরিসংখ্যানে তাকালে বিস্ময় জাগতে পারে। মেয়েদের ক্লাসিকোয় বার্সা যেখানে রিয়ালের জালে ৬৩ গোল করেছে, রিয়াল সেখানে চিরপ্রতিদ্বন্দ্বীদের জালে এ পর্যন্ত মাত্র ৬ গোল করতে পেরেছে। রিয়াল একবারও বার্সার জালে ৫ গোল করতে পারেনি। কিন্তু বার্সা এ পর্যন্ত পাঁচ ম্যাচ রিয়ালের জালে ৫টি করে গোল করেছে।

আরও পড়ুন

প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। জোড়া গোল করেন সালমা পারাল্লুয়েলো ও ইওয়া পাজর। বিরতির পর পাজর ৭৮ মিনিটে আরও একটি গোল করে হ্যাটট্রিক তুলে নেন। এর মধ্যে ১ মিনিট ১৩ সেকেন্ডে করা সালমার প্রথম গোলটি মেয়েদের ক্লাসিকোর ইতিহাসে দ্রুততম।

চলতি মাসে মোট তিনটি ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই দল। আগামী ১২ মার্চ বার্সার মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে সেমিফাইনাল ফিরতি লেগ। এরপর ২৩ মার্চ স্পেনে মেয়েদের শীর্ষ লিগ লিগা এফ-এ মুখোমুখি হবে রিয়াল ও বার্সা। কুইনস কাপ এ পর্যন্ত রেকর্ড ১০ বার জিতেছে বার্সা। গত এক দশকেই জিতেছে ছয়বার। ১৯৮৩ সাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় রিয়াল এখনো শিরোপা জিততে পারেনি।