রিয়ালের কাছে হারে জুভেন্টাসের ১০ খেলোয়াড় যে কারণে মাঠ ছাড়তে চেয়েছেন
রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে জুভেন্টাস। গোলসংখ্যা দিয়ে অবশ্য ম্যাচের প্রকৃত চিত্র বোঝার সুযোগ নেই। এই ম্যাচে বেশির ভাগ সময় রিয়ালের সামনে কোণঠাসা হয়ে ছিল জুভেন্টাস।
গোলরক্ষক মিকেলে দি গ্রেগোরিও ১০টি সেভ করে বাঁধা হয়ে না দাঁড়ালে হারের ব্যবধান আরও অনেক বড় হতে পারত। এই ম্যাচের পর দলের খেলোয়াড়দের দুর্দশার প্রকৃত কারণ সামনে এনেছেন কোচ ইগর তুদোর। বলেছেন, পরিস্থিতি খেলার জন্য বেশ কঠিন ছিল। এমনকি একাদশে থাকা ১১ জন খেলোয়াড়ের ১০ জনই বদলি হয়ে মাঠ থেকে উঠে আসতে চেয়েছেন।
মায়ামিতে কাল রাতে তাপমাত্রা ৮৮ ডিগ্রি ফারেনহাইট (৩১ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত উঠেছিল। এই তাপমাত্রা সাম্প্রতিক কিছু ম্যাচের তুলনায় কম হলেও জুভেন্টাসের খেলোয়াড়দের মানিয়ে নিতে কষ্ট হয়েছে বলে জানিয়েছেন কোচ তুদোর। টুর্নামেন্টজুড়ে দলকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলালেও রিয়ালের বিপক্ষে ম্যাচটি খেলোয়াড়দের জন্য নানা দিক থেকে ‘অতিরিক্ত চাপের’ ছিল বলে মন্তব্য করেছেন জুভেন্টাস কোচ।
তুদোরের ভাষায়, ‘কন্ডিশন আজ খুবই খারাপ ছিল। ১০ জন খেলোয়াড় আমাকে বদলি করার কথা বলেছে। তারা সত্যিই অনেক ক্লান্ত ছিল। এই পরিস্থিতির পেছনে অনেকগুলো কারণ আছে। দীর্ঘ মৌসুম এখন শেষ পর্যায়ে এসে ঠেকেছে। আর খেলোয়াড়দের ওপর প্রচণ্ড চাপও ছিল, যা তাদের শক্তি নিঃশেষ করে দিয়েছে।’
পরিস্থিতি কতটা খারাপ ছিল, সেটা ব্যাখ্যা করতে গিয়ে তুদোর আরও বলেছেন, ‘যে পরিবেশে খেলোয়াড়েরা খেলেছে, সেটা সত্যিই কঠিন। সঙ্গে আর্দ্রতাও ছিল। এমন পরিবেশে সব মিলিয়ে খেলাটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। আরেকটা বিষয় হচ্ছে গরম, যা পরিস্থিতিকে অনেক বেশি জটিল করে তোলে।’
৩২ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছে। সম্প্রতি সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ ও ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন।
তুদোর অবশ্য বিরূপ অভিজ্ঞতার পরও কড়া সমালোচনা না করে ইতিবাচক থাকার কথা বলেছেন, ‘আমার মনে হয়, এখন বিশ্রামের সময়। আমরা তিন সপ্তাহের বিশ্রাম পাব, তাই আমি মনে করি না ক্লাব বিশ্বকাপ আমাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তবে হ্যাঁ, আমাদের কিছুটা বিশ্রাম নিয়ে আবার শুরু করতে হবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে।’